শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রোড শো চলাকালীন আচমকাই এসে পড়ে অ্যাম্বুলেন্স! জায়গা দিতেই কনভয় থামালেন মোদী, দেখুন ভিডিও

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১০:৫৩ পিএম | আপডেট: ডিসেম্বর ২, ২০২২, ০৪:৫৩ এএম

রোড শো চলাকালীন আচমকাই এসে পড়ে অ্যাম্বুলেন্স! জায়গা দিতেই কনভয় থামালেন মোদী, দেখুন ভিডিও
রোড শো চলাকালীন আচমকাই এসে পড়ে অ্যাম্বুলেন্স! জায়গা দিতেই কনভয় থামালেন মোদী, দেখুন ভিডিও

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গুজরাটে আজ প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। এদিকে জোরকদমে চলছে দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচার। আর সেই প্রচারে বৃহস্পতিবার গুজরাটে যান মোদী। সেখানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল রোড শো। প্রধানমন্ত্রীর রোড শো-কে কেন্দ্র করে এদিন রাস্তার দুধারে ছিল অসংখ্য মানুষের ভিড়। কিন্তু মোদীর রোড শো চলাকালীন আচমকাই গাড়ি থামালেন প্রধানমন্ত্রী? কিন্তু কেন?

আসলে মোদীর রোড শো চলাকালীন আচমকাই একটি বড় অ্যাম্বুলেন্স চলে আসে। সেই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিতেই প্রধানমন্ত্রীকে থামাতে হল তাঁর গাড়ির বহর। অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার জন্য থামালেন তাঁর রোড শো। উল্লেখ্য, গত ২০ নভেম্বর, সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই একাধিকবার গুজরাটে ফিরে এসেছেন মোদী। রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করেছেন তিনি। গুজরাটে দু-দফার ভোট ঘোষণার আগেও, গুজরাটে একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন তিনি।

এদিন বিকেলে, আহমেদাবাদের দূরদর্শন কেন্দ্রের কাছে তাঁর জনসভা শেষ করে গান্ধীনগরের রাজভবনের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর রোড শো নিয়ে। এদিন তাঁর রোড শোকে কেন্দ্র করে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। রাস্তার দুই ধারে গেরুয়া পতাকা হাতে বিজেপির কর্মী এবং সমর্থকরা দাঁড়িয়েছিলেন। এদিকে, ভিড়ের কারণে আটকে গিয়েছিল ওই অ্যাম্বুলেন্সটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী একটি এসইউভি গাড়িতে দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষারত জনতার দিকে হাত নাড়ছেন। অ্যাম্বুল্যান্স গাড়িটি তাঁর গাড়ি পিছনেই ছিল। এরপর ওই অ্যাম্বুল্যান্সকে যেতে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী মোদীর গাড়িটি ডানদিকে চেপে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করে অ্যাম্বুল্যান্সটিকে ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার জায়গা করে দেয়।

তবে, এই প্রথমবার যে এমনটা হল, তা নয়। অতীতে বারবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মানবিক দিকের পরিচয় পাওয়া গিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই হিমাচলপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কাংরা জেলায় তিনি এক রোড-শো করেছিলেন। সেই সময়ও একটি অ্যাম্বুল্যান্সকে যাওয়ার জন্য, তিনি রোড শো থামিয়ে দিয়েছিলেন। সেইসময় বিজেপির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছিল, ‘এমনি এমনি তাঁকে প্রধান সেবক বলা হয় না। হিমাচলে একটি অ্যাম্বুল্যান্সকে যাওয়ার জন্য তাঁর গাড়ি বহর থামিয়ে দিয়েছেন। মূল্যবান প্রাণরক্ষার জন্য তিনি সবসময়ই অ্যাম্বুল্যান্স যাওয়ার জায়গা করে দেন।’