শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দড়ি ফসকে নিচে পড়ে মৃত পর্যটক! দেওঘর রোপওয়ে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

চৈত্রী আদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৬:৪৪ এএম | আপডেট: এপ্রিল ১২, ২০২২, ১২:৪৪ পিএম

দড়ি ফসকে নিচে পড়ে মৃত পর্যটক! দেওঘর রোপওয়ে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
দড়ি ফসকে নিচে পড়ে মৃত পর্যটক! দেওঘর রোপওয়ে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুই মহিলা পর্যটকদের। এরপর দড়ির সাহায্যে রোপওয়ের ট্রলিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকার্যে নেমেছিল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। কিন্তু উদ্ধারকার্যের সময় ঘটল আরও এক বড়সড় বিপত্তি। রোপওয়ে থেকে দড়ি বেয়ে কপ্টারে উঠতে গিয়ে হাত ফসকে নিচে থাকা পাথুরে জামিতে পড়ে যান এক পর্যটক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

একেই ঘন্টার পর ঘন্টা রোপওয়েতে আটকে থাকতে হয় পর্যটকদের। তারপর যাও বা উদ্ধারকার্য চালানো শুরু হয় তাতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ফেলা হয়েছিল দড়ি। সেই দড়ি ধরেই উঠে আসছিলেন এক পর্যটক। কপ্টারের নাগাল পেতে বাকি ছিল আর এক হাত দূরত্ব। অর্থাৎ একেবারে কাছাকাছিই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। হাত ফসকে প্রায় ১ হাজার ৫০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে মৃত্যু হয় ওই পর্যটকের।

এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার বিকেলে দেওঘরের ত্রিকূট পাহাড়ের দুটি রোপওয়ে ট্রলির মধ্যে ধাক্কা লাগে। ঘটনার জেরে মৃত্যু হয় ২ জন মহিলা পর্যটকের। আহত হন ৮ জন। ১২ টি ট্রলিতে আটকে পড়েন অন্ততপক্ষে ৪৮ জন। মাথার উপর খোলা আকাশ এবং পায়ের তলায় গভীর খাদ, পাশাপাশি খাবার নেই, জল নেই, এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা রোপওয়ের ট্রলিতে আটকে পড়েন একাধিক পর্যটক। তাদের উদ্ধার করার জন্য বায়ুসেনার দুটি হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়।

এরই মধ্যে ফের দুর্ঘটনা। দীর্ঘ সময় অপেক্ষা করার পর যাও বা প্রাণ ফিরে পাওয়ার সামান্যতম আশার আলো দেখা গিয়েছিল পরমুহূর্তে সেটিও নিভে যায়। রোপওয়ে থেকে দড়ি বেয়ে হেলিকপ্টারের উঠতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হন এক পর্যটক। হাত পিছলে পরে যান গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পর্যটকের।