শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

উত্তরপ্রদেশে ময়লার গাড়িতে মোদী-যোগী‌র ছবি! ভিডিও প্রকাশ্যে আসতেই চাকরি গেল সাফাইকর্মীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ১০:৫৫ পিএম | আপডেট: জুলাই ১৮, ২০২২, ০৪:৫৮ এএম

উত্তরপ্রদেশে ময়লার গাড়িতে মোদী-যোগী‌র ছবি! ভিডিও প্রকাশ্যে আসতেই চাকরি গেল সাফাইকর্মীর
উত্তরপ্রদেশে ময়লার গাড়িতে মোদী-যোগী‌র ছবি! ভিডিও প্রকাশ্যে আসতেই চাকরি গেল সাফাইকর্মীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সকালবেলায় এলাকা এলাকা ঘুরে জঞ্জাল সাফাই করেন পুরসভার কর্মীরা। উত্তরপ্রদেশের মথুরাতেও এই একই কাজ করছিলেন পুরসভার এক কর্মী। জঞ্জাল সাফ করে তা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। তখনই ঘটে গেল এক বিপত্তি। যার জেরে কাজ হারালেন ওই সাফাই কর্মী। 

ওই সাফাইকর্মী সমস্ত জঞ্জালের মধ্যে দুটো ফটো ফ্রেম তুলেছিলেন গাড়িতে। সেই ছবি দুটো আবার যে সে ব্যাক্তির নয়। তার মধ্যে একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং একটি ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। এই দুটি ছবি ময়লার গাড়িতে তোলার ‘অপরাধে’ চাকরি চলে গেল উত্তরপ্রদেশের ওই সাফাইকর্মীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই সাফাইকর্মীকে ময়লার গাড়িতে মোদী-যোগীর ছবি নিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, রাজস্থানের আলওয়ার থেকে আগত কয়েকজন পর্যটকের নজরে ওই ফটো ফ্রেমগুলো পড়ে। তাঁরা দেখেন, জঞ্জালের গাড়িতে করে ফটোফ্রেমগুলো নিয়ে যাচ্ছে ওই পুরকর্মী। তাঁকে থামিয়ে জঞ্জালের স্তূপ সরিয়ে ফটো ফ্রেম বার করেই দেখা যায়, সেই দুটি ফটো ফ্রেমের একটি মোদীর এবং অপরটি যোগীর। ভিডিয়োয় এক একজনকে বলতে শোনা যায়, ‘গাড়িতে তো আব্দুল কালামেরও ছবি আছে।’

পুরসভার ওই কর্মী জানিয়েছেন যে, ফটোফ্রেম দুটো রাস্তায় পড়ে ছিল। তিনি জঞ্জাল ভেবে তুলে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। এদিকে, গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর জেরে চাকরি হারান ওই পুরকর্মী। এই ঘটনা প্রসঙ্গে নগর নিগমের অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্রকুমার তিওয়ারি বলেন, ‘আমরা খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করেছি। ওই ঠিকাকর্মীকে ছাঁটাই করা হয়েছে।’