শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নজরে উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন! আজ মোদীর জোড়া ভার্চুয়াল সভা

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৯:৪৪ এএম | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:১৪ এএম

নজরে উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন! আজ মোদীর জোড়া ভার্চুয়াল সভা
নজরে উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন! আজ মোদীর জোড়া ভার্চুয়াল সভা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। কাজেই স্বাভাবিকভাবেই এখন নজরে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড। আজ এই দুই রাজ্যে জোড়া ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

উত্তরাখণ্ডে প্রথম দফার নির্বাচন রয়েছে ১৪ ফেব্রুয়ারি। তার আগে শুক্রবার বেলা ১২ টায় চারটি বিধানসভা কেন্দ্রের জন্য ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার উত্তর প্রদেশে প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। যোগী রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের জন্য আজ বক্তব্য রাখবেন মোদী। এই প্রচারের কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে দু’টি টুইট করেন তিনি। একটি উত্তরাখণ্ডের জন্য, অন্যটি উত্তর প্রদেশের জন্য। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘গত পাঁচ বছরে উত্তরাখণ্ডে উন্নয়নের নয়া উচ্চতায় পৌঁছেছে। দেবভূমির মানুষের সঙ্গে যখনই দেখা হয়, তাঁদের স্নেহ আমাকে অভিভূত করে। জন চৌপাল কার্যক্রমে শুক্রবার দুপুর ১২টায় আলমোরা, বাগেশ্বর, চম্পাওয়াত, পিথোরগড়ের ভোটারদের জন্য বক্তব্য রাখার সুযোগ পাব।’

 

 

 

অন্য টুইটে তিনি লেখেন, ‘উত্তর প্রদেশের মানুষ উন্নয়নকে সঙ্গী করে বিজেপির প্রতি তাঁদের ভালবাসা দেখিয়েছেন, তা রাজ্যের অগ্রগতির জন্য সবসময় অনুপ্রেরণা দেয়। শুক্রবার দুপুর দেড়টায় মেরঠ, গাজিয়াবাদ, আলিগড়, হাপুর ও নয়ডার মানুষের জন্য বক্তব্য রাখার সুযোগ হবে।’

 

প্রসঙ্গত উল্লেখ্য, আজই গোরক্ষপুরে মনোনয়নপত্র জমা দেবেন যোগী আদিত্যনাথ। শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন যোগী। এমনটাই জানা গিয়েছে। যোগী আদিত্যনাথের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় পাঁচবারের প্রাক্তন সাংসদ যোগী। কিন্তু এই প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন তিনি। এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ যোগী। মোদী-শাহের পছন্দও যদি আদিত্যনাথ। সম্প্রতি গাজিয়াবাদের লোনির জনসভা থেকে যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা শোনা গিয়েছে অমিত শাহের মুখে। তাঁর কথায়, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলার ছবিটা বদলে গিয়েছে। এবারও তাই বিজেপিকেই চায় গোবলয়ের মানুষ।