শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

‘ED যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবেই করে’! বিরোধীদের স্পষ্ট জবাব দিলেন নির্মলা সীতারামন

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৩:২৩ পিএম | আপডেট: অক্টোবর ১৬, ২০২২, ০৯:২৩ পিএম

‘ED যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবেই করে’! বিরোধীদের স্পষ্ট জবাব দিলেন নির্মলা সীতারামন
‘ED যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবেই করে’! বিরোধীদের স্পষ্ট জবাব দিলেন নির্মলা সীতারামন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ যতোই তদন্তের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, ততই তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে। একাধিক রাজ্যে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত করছে ইডি এবং সিবিআই। আর তাই এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা। এবার তাঁদের বিরোধীদের সেই অভিযোগের বিরুদ্ধেই মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা করে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে করে।’

চলতি সপ্তাহের শুরুতেই মার্কিনমুলুকে সফরে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। শনিবার ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী সাধারণ মানুষকে হেনস্থা করছে? এই প্রশ্নের উত্তরে নির্মলা সীতারামন বলেন, ‘ইডি হল এমন একটি তদন্তকারী সংস্থা অপরাধের ভিত্তিতেই তদন্ত করে। ইডি যে কাজ করে, তা সম্পূর্ণ স্বতন্ত্র। ইডি যেখানেই যাচ্ছে, তার কারণ হল তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে।’

সাংবাদিক বৈঠকে মোদীর মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ মন্ত্রী জি-২০ দেশ ও তাদের লক্ষ্য নিয়েও কথা বলেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘জি-২০-র একাধিক সদস্য দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বর্তমানে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, তবুও আমরা এগিয়ে চলেছি। জি-২০র সদস্য দেশগুলির সঙ্গে আমাদের মিলিতভাবে কাজ করতে হবে নিজেদের লক্ষ্যে সাফল্য অর্জনের জন্য।’

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নির্মলা সীতারামন পুনর্নবিকরণ শক্তির ব্যবহার ও ভারতে এখনও কয়লা ব্যবহার নিয়েও বলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ‘একাধিক পশ্চিমী দেশ ফের কয়লার ব্যবহার শুরু করেছে। অস্ট্রিয়াও তাই করেছে। ব্রিটেনে সবথেকে পুরনো থার্মাল ইউনিট পুনরায় চালু করা হয়েছে। শুধুমাত্র ভারত নয়, একাধিক দেশই পুনরায় কয়লা ব্যবহার করে শক্তি উৎপাদন শুরু করেছে কারণ গ্যাসের সব জায়গায় পাওয়া যায় না এবং তা সহজলভ্যও নয়।’