বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ জলমগ্ন গোটা এলাকা। এমনকি সেই জল ঢুকে পড়েছে স্কুলের ভিতরেও। কিন্তু এত জল পেরিয়ে কীভাবে স্কুলে ঢুকবেন সেই নিয়ে চিন্তায় পড়ে যান শিক্ষিকা। আর শিক্ষিকার সমস্যার সমাধান করতেই সারি সারি চেয়ার পেতে দেয় পড়ুয়ারা। একের পর এক চেয়ারে পা দিয়ে স্কুলে প্রবেশ করেন শিক্ষিকা। সম্প্রতি এই ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
উত্তরপ্রদেশের মথুরা জেলার বালদেও এলাকার একটি প্রাথমিক স্কুলে এমন দৃশ্য দেখা গিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে স্কুল প্রাঙ্গণে জমে গিয়েছে জল। যদিও সেই জল জমেছে গোড়ালি পর্যন্ত। তাই এই সামান্য জলের উপর দিয়ে হেঁটে যাওয়া এমন কিছু আহামরি বিষয় নয়।
কিন্তু স্কুল প্রাঙ্গণে জমে থাকা জলের উপর দিয়ে হেঁটে যেতে একেবারেই নারাজ শিক্ষিকা। কিন্তু স্কুলের ভিতরে তো প্রবেশ করতেই হবে। অগত্যা স্কুলের মূল প্রবেশপথ থেকে একের পর এক চেয়ার পেতে দিতে শুরু করে পড়ুয়ারা। আর সেই চেয়ারগুলির উপর দিয়েই হেঁটে স্কুলে ঢোকেন শিক্ষিকা।
উত্তরপ্রদেশের ওই প্রাথমিক স্কুলের ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এমনকি ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে স্কুলে। তবে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই শিক্ষিকার চর্মরোগ থাকার কারণেই তিনি জমে থাকা জলে নামতে চাননি।
আপনার মতামত লিখুন :