শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়! সিলমোহর রাষ্ট্রপতির

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৯:১৫ পিএম | আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ০৩:১৫ এএম

৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়! সিলমোহর রাষ্ট্রপতির
৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়! সিলমোহর রাষ্ট্রপতির

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবারই তাঁকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৯ নভেম্বর থেকে তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বলেই জানা গিয়েছে। এদিন এই কথাই টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি টুইট করে জানিয়েছেন যে, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রপতি ডঃ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রধান বিচারপতি পদে নিয়োগ করেছেন। এই পদে তাঁর মেয়াদ শুরু হবে ৯ নভেম্বর থেকে।’

উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর অবসর নিচ্ছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। গত সপ্তাহে তিনিই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টে বিচারপতি ইউ ইউ ললিতের পর চন্দ্রচূড়ই অন্যতম সিনিয়র বিচারপতি। এবার দেশের ৪৯ তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের প্রস্তাবেই সায় দিলেন রাষ্ট্রপতি। এন ভি রমণের পর গত আগস্ট মাসেই দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। প্রধান বিচারপতি হলেও, তাঁর এই পদে কার্যকালের মেয়াদ ছিল অল্প সময়ের। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হবে। এদিকে তাঁর কাছেই কেন্দ্রের পক্ষ থেকে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। আর তিনি নিজের উত্তরসূরি হিসেবে চন্দ্রচূড়ের নাম জানিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ৯ নভেম্বর শপথ গ্রহণের পর বাবার চেয়ারে বসতে চলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আসলে ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়। ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। এদিক থেকে দেশের দীর্ঘমেয়াদী প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা। এদিকে, বাবার পথ অনুসরণ করলেও, ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদও বেশিদিনের নয়। ২০২৪ সাল পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

বিচারপতি হিসেব সুপ্রিম কোর্টে ২০১৬ সালের মে মাসে যোগ দেন চন্দ্রচূড়। তার আগে তিনি ২০১৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আবার ২০০০ সাল থেকে ২০১৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিনি ছিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি। এছাড়াও ১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।

বিচারপতি চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হন। তারপরে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন হার্ভাড ল স্কুল থেকে। বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে ভারতের সংবিধান, তুলনামুলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাব্লিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমারশিয়াল আইন সংক্রান্ত মামলা। এবার সেই তিনিই দেশের শীর্ষ আদালতে ৫০ তম প্রধান বিচারপতি পদে শপথ নিতে চলেছেন।