বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিনে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছে ৮ চিতাকে। তাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সাত দশক পর ভারত পেয়েছে চিতা। কাজেই এই নিয়ে দেশের নাগরিকদের মধ্যে উৎসাহ এবং উন্মাদনা নেহাৎ কম কিছু নয়। এই ৮ অতিথিকে দেখার জন্য মুখিয়ে আছেন বহু মানুষ। কবে এই ৮ চিতার দর্শন মিলবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে মানুষের মনে। এবার মন কি বাত অনুষ্ঠান থেকে সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, নামিবিয়া থেকে আগত ৮ চিতাকে পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেই টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতে সরকার ঘোষণা করবে যে, কবে সাধারণ মানুষ তাদের দেখতে যেতে পারবেন। এদিন উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই নিয়ে মানুষের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে এবং ১৩০ কোটি ভারতীয় উচ্ছ্বসিত ও গর্বিত যে, এটাই ভারতের প্রকৃতির প্রতি ভালবাসার উদাহরণ।’
এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে, ‘আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, তাঁরা কবে চিতাদের দেখতে পাবেন…চিতাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তাঁরা দেখবেন নতুন পরিবেশে চিতাগুলি কীভাবে মানিয়ে নিচ্ছে। তারপরই আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এদিকে, প্রধানমন্ত্রী এই ৮ চিতার নামকরণ হবে বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, চিতা প্রজেক্টের ও প্রত্যেক চিতার নামকরণে সাধারণ মানুষের অংশগ্রহণের উদ্দেশে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হবে। সেখানে সবাই নিজেদের ইচ্ছে মতো নাম দিতে পারবেন। এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘MyGov প্ল্যাটফর্মে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে আমি সাধারণ মানুষকে কিছু জিনিস শেয়ার করার আহ্বান জানাচ্ছি…চিতার উপর যে প্রচার অভিযান চলছে তার কী নাম রাখা যেতে পারে? আমরা কি সব চিতার নামকরণের পথেও হাঁটতে পারি…’।
এখানেই শেষ নয়, এই নামকরণের প্রতিযোগিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ভারতীয় সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখেই সেই নামের পরামর্শ দিতে হবে। তিনি এদিন বলেন, ‘আপনারা এটাও জানাতে পারেন, মানুষদের কীভাবে পশুদের সঙ্গে ব্যবহার করা উচিত। আমাদের মৌলিক কর্তব্য হল পশুদের সম্মান করা। আমি সকলকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদন জানাচ্ছি এবং এই চিতাদের আপনারাই প্রথম দেখতে পারেন।’
আপনার মতামত লিখুন :