শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMO-র কর্মীদের কন্যাদের সঙ্গে উদযাপন করলেন রাখিবন্ধন উৎসব

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: আগস্ট ১১, ২০২২, ১০:৫৪ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMO-র কর্মীদের কন্যাদের সঙ্গে উদযাপন করলেন রাখিবন্ধন উৎসব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMO-র কর্মীদের কন্যাদের সঙ্গে উদযাপন করলেন রাখিবন্ধন উৎসব

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ রাখি পূর্ণিমা। দেশব্যাপী পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পালন করলেন রাখি বন্ধন উৎসব। তবে, একটু অন্যভাবে। রাখি উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হয় এই উৎসব। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে ছোট মেয়েদের হাত থেকে রাখি পরেন। 

এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত রাখি বন্ধন উৎসব একটা অন্য কারণে বিশেষ ছিল। সেটি হল, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়ুদার, পিয়ন, মালী, ড্রাইভার-সহ পিএমওতে কর্মরত কর্মীদের কন্যাদের সাথে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই রাখি বন্ধনের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

মোদীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ছোট ছোট মেয়েরা প্রধানমন্ত্রীর হাতে রাখি পরাচ্ছে। প্রত্যেকে এক এক করে এসে প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী এদিন রাখি বন্ধনের অনুষ্ঠানের ছবি গুলি তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেখানে প্রধানমন্ত্রী লিখেছেন যে, ‘তরুণদের সঙ্গে এটি খুবই বিশেষ রাখি বন্ধন…’। 

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এদিন রাখি বন্ধন উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। রাখি বন্ধন উপলক্ষে আগেই, নরেন্দ্র মোদীর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে রাখি পাঠিয়েছিলেন পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।