বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

‘মত্ত ছিলেন বলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে মানকে’! অভিযোগ বিরোধীদের, কী বলছে আপ?

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:৫৩ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২, ০২:০০ এএম

‘মত্ত ছিলেন বলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে মানকে’! অভিযোগ বিরোধীদের, কী বলছে আপ?
‘মত্ত ছিলেন বলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে মানকে’! অভিযোগ বিরোধীদের, কী বলছে আপ?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের জন্য বিনিয়োগ আনতে সম্প্রতি জার্মানি গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কিন্তু তাঁর সেই জার্মানি সফর থেকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মানের সফরকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। বিরোধী শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেছেন, ভগবন্ত মান অত্যাধিক মত্ত অবস্থায় থাকায়, তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁর জন্যই দেরি হয় বিমানের। তিনি বিশ্বের দরবারে পাঞ্জাবীদের মাথা হেঁট করে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন বিরোধীরা।

সম্প্রতি ৮ দিনের জার্মানি সফরে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রবিবার ফ্র্যাঙ্কফার্ট থেকে দুপুর ১ টা ৪০ এর বিমানে ফেরার কথা ছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর। কিন্তু তাঁর সেই ফেরার বিমান ছাড়তে দেরি হয়। দীর্ঘ সময় অপেক্ষার পর, বিকেল সাড়ে ৪ টে নাগাদ সেই বিমান যাত্রা শুরু করে।

জানা যায় যে, ওই বিমানে না ফিরে মান সোমবার সকালের বিমানে ওঠেন। তাঁর নির্ধারিত দিনের একদিন পরে দিল্লিতে ফেরা নিয়েই সরব বিরোধীরা। তাঁরা জানিয়েছেন, মান মত্ত থাকার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই বিষয়ে টুইট করে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বলেন, ‘একটি বিরক্তিকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সহ-যাত্রীদের উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে,পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লুফৎহানসা ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ তিনি এতটাই মত্ত ছিলেন যে হাঁটতে পর্যন্ত পারছিলেন না। এর জেরে উড়ানটির যাত্রা শুরু করতে ৪ ঘণ্টা দেরি হয়। এই প্রতিবেদনগুলি সারা বিশ্বে পঞ্জাবিদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

অন্যদিকে, দিল্লিগামী লুফৎহানসা উড়ানের এক যাত্রীকে উদ্ধৃত করে একটি সংবাদের প্রতিবেদন টুইট করেছে হাত শিবিরও। কংগ্রেসের পক্ষ থেকে ওই টুইটে বলা হয়েছে, ‘বড় লজ্জা! মত্ত ছিলেন বলে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।’ বিমানের ওই সহযাত্রী আরও জানিয়েছেন যে, ‘মান এতটাই মদ্যপান করেছিলেন যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না।’

এদিকে, আবার আপ লুফৎহানসার বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, এয়ারক্রাফটের পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের কিছু পরে ছেড়েছে ওই উড়ানটি। যদিও বিরোধীদের অভিযোগকে অপপ্রচার বলেই দাবি করেছে আপ। আপের মুখপাত্র মলবিন্দর সিং কাং বলেছেন, ‘সূচি অনুযায়ীই ১৯ সেপ্টেম্বর ফিরেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবেদনগুলো কেবলমাত্র মিথ্যে প্রচার। বিরোধীরা বিচলিত কারণ মান তাঁর এই বিদেশ সফর থেকে বেশ কিছু বিনিয়োগ নিয়ে আসতে পেরেছেন…লুফৎহানসা এয়ারলাইনসে গিয়ে দেখতে পারেন।’