সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

রাজ্যসভার নয়া চেয়ারম্যান পদে ধনকর! দেশকে আরো গৌরবান্বিত করবেন প্রাক্তন রাজ্যপাল, আশা মোদীর!

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০১:২৬ পিএম | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ০৭:২৬ পিএম

রাজ্যসভার নয়া চেয়ারম্যান পদে ধনকর! দেশকে আরো গৌরবান্বিত করবেন প্রাক্তন রাজ্যপাল, আশা মোদীর!
রাজ্যসভার নয়া চেয়ারম্যান পদে ধনকর! দেশকে আরো গৌরবান্বিত করবেন প্রাক্তন রাজ্যপাল, আশা মোদীর!

রাজ্যসভার নয়া চেয়ারম্যান পদে বসলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার নয়া চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করেন।

বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল। শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই রাজ্যসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এরপরেই তিনি বলেন, "আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি।"

এদিন জগদীপ ধনখড়কে প্রধানমন্ত্রী ‍‍`কৃষক পুত্র‍‍` হিসেবে সম্বোধন করেন। বলেন, " প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একজন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় একজন কৃষক পুত্র। আইন সম্পর্কেও তাঁর জ্ঞান রয়েছে। ফলে তাঁর ভূমিকা রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতি রাজ্যসভা তথা সংসদকে আরও গৌরবজ্জ্বল করে তুলবে।"

প্রসঙ্গত, আজাদির অমৃত মহোৎসব চলাকালীণ সংসদের শীতকালীণ অধিবেশন শুরু হল। ফলে রাজ্যসভার গুরুত্ব অপরিসীম। জি-২০ সম্মেলন আয়োজনেরও গুরুদ্বায়িত্ব পেয়েছে ভারত। এই পরিস্থিতিতে নয়া চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।