শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী! আজই ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৩:৪২ পিএম | আপডেট: অক্টোবর ২২, ২০২২, ০৯:৫৩ পিএম

‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী! আজই ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র
‘রোজগার মেলার’ সূচনা করলেন প্রধানমন্ত্রী! আজই ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দীপাবলির আগেই দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অর্থাৎ আজ তিনি উদ্বোধন করলেন রোজগার মেলার। এর পাশাপাশি দেশের ৭৫ হাজার নাগরিকের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগ পত্র। দেশের একাধিক রাজ্যের চাকরিপ্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হল।

তিনি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করে বলেছেন, রোজগার মেলায় ১০ লক্ষ মানুষের চাকরি হবে। তিনি এই উদ্যোগকে নিয়োগ ও স্বনির্ভর ক্ষেত্রে গত ৮ বছরে একটি মাইলস্টোন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এই রোজগার মেলার অংশ হিসেবে আজ ৫০ জন কেন্দ্রীয় মন্ত্রী দেশের বিভিন্ন জায়গা থেকে ২০ হাজার জন যুবককে চাকরির নিয়োগপত্র দিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জয়পুরে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভোপালে নিয়োগপত্র তুলে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। চণ্ডীগড়ে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত ৮ বছরে গৃহীত বিভিন্ন সংস্কারের কারণে দেশ বিশ্বের পঞ্চতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে আজ বলেন, ‘আমাদের কর্মযোগীদের প্রচেষ্টায় সরকারি বিভাগগুলির দক্ষতা বৃদ্ধি পেয়েছে।’ তাঁর কথায়, ‘এটা সত্য যে বিশ্বের অনেক বড় অর্থনীতি মুদ্রাস্ফীতি, বেকারত্বের সঙ্গে লড়াই করছে… ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের প্রভাবগুলি ১০০ দিনে দূর হতে পারে না।’

আজ ফের একবার প্রধানমন্ত্রীর কথায় মেক ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘মেক ইন ইন্ডিয়া। দেশ এখন আমদানিকারক থেকে রফতানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে। এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেখানে দেশ গ্লোবাল হাবের অংশ হয়ে উঠেছে।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আরও সংযোজন, ‘যখন খবর পাওয়া যায় যে, ভারত থেকে প্রতি মাসে ১০০ কোটি মোবাইল ফোন বাইরে রফতানি হয় তখন তা আমাদের দেশের সামর্থ্যকেই তুলে ধরে। ভারত যখন রফতানির সমস্ত পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয় তখন এটাই প্রমাণ হয় যে গ্রাউন্ড লেভেলে প্রচুর চাকরিও তৈরি হয়েছে।’