বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ২৪ জুলাই শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৫ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা। এই রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করেই বিজেপিকে জব্দ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেছেন যে, সাম্প্রতিকে চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরেও, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন জয়লাভ করে বিজেপির জন্য সহজ হবে না। মূলত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এই মুহূর্তে ৫ রাজ্যের মধ্যে ৪ রাজ্যে নির্বাচন জিতে আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি। কিন্তু এরপরেও তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, ‘খেলা এখনও শেষ হয়নি, অনেক বাকি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তৃণমূল সুপ্রিমোর মতে, চার রাজ্যে জিতলেও, আগের থেকে আসন সংখ্যা কমেছে পদ্ম শিবিরের। কাজেই রাষ্ট্রপতি নির্বাচনে অন্যান্য দলের সমর্থন ছাড়া বিজেপির পক্ষে কিছুই করা সম্ভব নয়। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন যে, ‘সামনেই রাষ্ট্রপতি নিবাচন রয়েছে। আমাদের সমর্থন ছাড়া তোমরা কিছুই করতে পারবে না, এটা ভুলে যেও না।’
এখানেই থেমে যাননি তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘দেশে মোট সাংসদদের অর্ধেকও যাঁদের নেই, তাঁদের মুখে বড় বড় কথা মানায় না। বিরোধীদের সমত সাংসদকে এক করলে তাঁদের থেকে বেশি।’ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের প্রসঙ্গ তোলেন। তিনি জানিয়েছেন যে, নির্বাচনে জিততে না পারলেও, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি গতবারের থেকে বেশি আসন পেয়েছে। সেটাই আবারও মনে করিয়েই মমতা বলেন, ‘খেলা এখনও শেষ হয়নি।’
বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কেন্দ্রের শাসকদলের কাছে রাষ্ট্রপতি নির্বাচন সবথেকে বড় পরীক্ষা। তা নিয়েই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন জিতে নিজেদের প্রার্থীকে আনতে বিজেপি তথা এনডিএ শিবিরের কাছে এখু পঞ্চাশ শতাংশের কম ভোট রয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই এই ফল ছিল। এর মধ্যে চার রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চললেও, উত্তরপ্রদেশে আসন অনেক কমে গিয়েছে।
আপনার মতামত লিখুন :