শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আজ কংগ্রেস সভাপতি পদে শপথ নেবেন অ-গান্ধী কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ১০:১২ এএম | আপডেট: অক্টোবর ২৬, ২০২২, ০৪:২২ পিএম

আজ কংগ্রেস সভাপতি পদে শপথ নেবেন অ-গান্ধী কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে
আজ কংগ্রেস সভাপতি পদে শপথ নেবেন অ-গান্ধী কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অ-গান্ধী কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। সামনে এসেছে বহু প্রতীক্ষিত কংগ্রেস সভাপতির নাম। লড়াই ছিল মল্লিকার্জুন খাড়গের সঙ্গে শশী থারুরের। শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। তবে, একপ্রকার নিশ্চিত ছিল যে, নির্বাচনে জিতবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ খাড়গেই। আর বাস্তবেও তাই হয়েছে। কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী থারুরকে হারিয়ে সাত হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। আর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

আজ মল্লিকার্জুন খাড়গের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলনেত্রী সোনিয়া গান্ধী , প্রিয়ঙ্কা গান্ধী। ভারত জোড়ো যাত্রা স্থগিত রেখে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধীও। দীর্ঘ ২৪ পর অ-গান্ধী কোনও মুখ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যেই কংগ্রেস সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। মল্লিকার্জুনকে সমর্থন জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গান্ধী পরিবারের সদস্যরা। দলনেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতির কথা নির্বাচনের ফলঘোষণার দিনই জানা গিয়েছিল। পরে জানা যায় যে, বর্ষীয়ান এই কংগ্রেস নেতার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা নিয়েই রাহিল গান্ধী ব্যস্ত থাকলেও, শুধুমাত্র মল্লিকার্জুন খাড়গের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষেই তিনি দিল্লিতে আসছেন। তাছাড়া এমনিতেই দীপাবলি উপলক্ষ্যে ২৪ থেকে ২৬ অক্টোবর স্থগিত রাখা হয়েছে ভারত জোড়ো যাত্রা। তাই এই ফাঁকে আজ খাড়গের শপথগ্রহণে উপস্থিত থাকবেন। তবে, শুধু গান্ধী পরিবারই নয়, আজ নয়া কংগ্রেস সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, কংগ্রেস সাংসদ, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিরা, প্রাক্তন মুখ্য়মন্ত্রী, রাজ্য় সভাপতিরাও। ইতিমধ্যেই জয়রাম রমেশ সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

গত ১৭ অক্টোবর দেশজুড়ে কংগ্রেসের কর্মী-সমর্থকরা নতুন সভাপতি নির্বাচনে তাঁদের ভোট দেন। ভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ প্রার্থী হিসাবে পরিচিত খাড়গে পান ৭৮৯৭টি ভোট। আর অন্যদিকে প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন ১০৭২টি ভোট। মল্লিকার্জুন খাড়গে নির্বাচনে ৬ হাজার ৮২৫ ভোটের ব্যবধানে জিতলেন। 

প্রসঙ্গত, কংগ্রেসে সভাপতি পদের জন্য শেষবার ভোটাভুটি হয় প্রায় ২২ বছর আগে। কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন হল। ২০০০ সালে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন জিতেন্দ্র প্রসাদ। প্রায় ৯৭ শতাংশ ভোট পেয়ে জিতে যান সোনিয়া। ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সভাপতি নির্বাচিত হন রাহুল গান্ধী। বিগত পাঁচ দশকে দ্বিতীয় দলিত সভাপতি হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে।