শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

স্ত্রী মঙ্গলসূত্র খুলে ফেলেলে, তা স্বামীর প্রতি নিষ্ঠুরতার চরম নিদর্শন! মন্তব্য হাইকোর্টের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০১:৩১ পিএম | আপডেট: জুলাই ১৫, ২০২২, ০৭:৩১ পিএম

স্ত্রী মঙ্গলসূত্র খুলে ফেলেলে, তা স্বামীর প্রতি নিষ্ঠুরতার চরম নিদর্শন! মন্তব্য হাইকোর্টের
স্ত্রী মঙ্গলসূত্র খুলে ফেলেলে, তা স্বামীর প্রতি নিষ্ঠুরতার চরম নিদর্শন! মন্তব্য হাইকোর্টের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিবাহের চিহ্ন মঙ্গলসূত্র। কিন্তু স্ত্রী যদি সেই মঙ্গলসূত্র খুলে ফেলেন, তাহলে তা স্বামীর প্রতি নিষ্ঠুরতার চূড়ান্ত নিদর্শন। এক বিবাহ বিচ্ছেদ মামলায় এমনই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এখানেই শেষ নয়, এর সঙ্গে মামলাকারীর ডিভোর্সের আবেদনও মঞ্জুর করেছে আদালত। 
এক মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন সি শিবকুমার নামে এক ব্যক্তি। সম্প্রতি তিনি স্ত্রীর থেকে ডিভোর্স চেয়ে আদালতের মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে, এর আগে প্রথমে ২০১৬ সালে তাঁর করা বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে দিয়েছিল স্থানীয় পারিবারিক আদালত। এরপরই তিনি সেই রায়ের বিরুদ্ধ হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানির সময়ই হাইকোর্টে ওই ব্যক্তির স্ত্রীর মঙ্গলসূত্র খুলে রাখার বিষয়টি উঠে আসে। 

আদালতে শুনানির সময় শিবকুমারের স্ত্রী স্বীকার করে নেন যে, তিনি যখন স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন, তখন তিনি মঙ্গলসূত্র খুলে ফেলেছিলেন। উল্লেখ্য, দক্ষিণ ভারতে মঙ্গলসূত্র থালি চেন নামে পরিচিত। তবে, ওই মহিলা এও দাবি করেছেন যে, তিনি চেনটি খুলে রাখলেও, থালিটি পরেই রেখেছিলেন। এদিকে, তাঁর আইনজীবী হিন্দু ম্যারেজ অ্যাক্টের ৭ নম্বর পরিচ্ছদের উল্লেখ করে দাবি করেছেন যে, মঙ্গলসূত্র পরে থাকাটা কোথাও বাধ্যতামূলক বলে বলা নেই। ফলে মঙ্গলসূত্র খুলে ফেলার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার কোনও সম্পর্ক থাকতে পারে না। 

কিন্তু তারপরেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে যে, ‘প্রথা অনুযায়ী মঙ্গলসূত্র পরা একটি অত্যাবশ্যক বৈবাহিক রীতি। কিন্তু এখানে স্ত্রী তাঁর মঙ্গলসূত্র স্বেচ্ছায় গলা থেকে খুলে ফেলেন। এটা সবাই জানে যে, কোনও বিবাহিত হিন্দু মহিলা তাঁর স্বামী জীবিত অবস্থায় থাকাকালীন কখনই মঙ্গলসূত্র খুলে ফেলতে পারেন না। কোনও মহিলার গলায় থাকা মঙ্গলসূত্র একটি পবিত্র জিনিস। যা তাঁর বিবাহিত জীবনের প্রতীক। একমাত্র স্বামীর মৃত্যু ও বিচ্ছেদেই তা খোলা হয়ে থাকে। তাই এক্ষেত্রে মামলাকারীর স্ত্রীর স্ব-ইচ্ছায় গলা থেকে মঙ্গলসূত্র খুলে ফেলা, স্বামীর প্রতি চূড়ান্ত নিষ্ঠুরতার নিদর্শন। যা মামলাকারীকে তীব্র মানসিক কষ্ট দিয়েছে এবং তাঁর ভাবাবেগকে আঘাত করেছে।’

এর পাশাপাশি বিচারপতি এও বলেছেন যে, ‘একথা বলছি না ওই চেন খুলে রাখা মানেই তা বিবাহিত জীবন শেষ করে দিতে চাওয়ার প্রমাণ। কিন্তু ওই আচরণ থেকে মহিলার উদ্দেশ্য সম্পর্কে প্রমাণ পাওয়া যায়।’ এরপরই মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিবকুমারের ডিভোর্সের আবেদন মঞ্জুর করে।