শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

প্রদীপের নিচেই অন্ধকার! যোগীরাজ্যে বিদ্যুৎ দপ্তরে পরিদর্শনে এসে লোডশেডিংয়েই বসে রইলেন মন্ত্রী

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৮:১২ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০২:১২ এএম

প্রদীপের নিচেই অন্ধকার! যোগীরাজ্যে বিদ্যুৎ দপ্তরে পরিদর্শনে এসে লোডশেডিংয়েই বসে রইলেন মন্ত্রী
প্রদীপের নিচেই অন্ধকার! যোগীরাজ্যে বিদ্যুৎ দপ্তরে পরিদর্শনে এসে লোডশেডিংয়েই বসে রইলেন মন্ত্রী

এ যেন ঠিক প্রদীপের নীচে অন্ধকার। খোদ বিদ্যুৎ ভবনেই লোডশেডিং। সম্প্রতি যোগী রাজ্যের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বিদ্যুৎমন্ত্রী দাবি করেছেন কোনও রকম লোডশেডিং হয়নি।

মঙ্গলবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে উত্তরপ্রদেশের জেপি নগরে সাবস্টেশন এলাকায় হঠাৎই বিদ্যুৎ চলে যায়। তবে তাৎপর্যপূর্ণ ব্যাপার সেই সময় ওই সাবস্টেশনে যান বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা। মোবাইলের টর্চের আলো জ্বেলেই ওই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া হয়। আর ওই টর্চের আলোতেই যাবতীয় নথি দেখেন মন্ত্রী। বিদ্যুৎ না থাকার কারণে ভারপ্রাপ্ত আধিকারিকদের ধমকও দেন তিনি।

এদিকে এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছে বিরোধী সমাজবাদী পার্টি। একইসঙ্গে এই ভাইরাল হওয়া ভিডিও অস্বস্তি বাড়িয়েছে যোগী সরকারের। যদিও গোটা ঘটনাটা অস্বীকার করেছেন বিদ্যুৎ মন্ত্রী।

মন্ত্রী পরে টুইট করে লিখেছেন, "বিদ্যুৎ চলে যাওয়ার কোনরকম ঘটনাই ঘটেনি। বরং আধিকারিকরা ভালোবেসেই মোবাইলের টর্চ ধরেছিলেন।"

যোগীরাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এই সমস্যা মেটাতেই বিদ্যুৎ সমাধান সপ্তাহ শুরু করেছে সংশ্লিষ্ট সরকার। চলতি মাসের ১২ তারিখ থেকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত বেশিরভাগ বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। এরপরেই এই ধরনের ভাইরাল ভিডিও স্বাভাবিকভাবে অস্বস্তি বাড়িয়েছে। এদিকে সাব স্টেশনের আধিকারিকদের তরফেও দাবি করে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২৬৮ টি মধ্যে ১৮৮টি অভিযোগের সমাধান করা হয়ে গিয়েছে।