বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভাবছেন একটা গোটা বগি নয়, পুরো ট্রেনটাই আপনি বুক করতে পারলে ভালো হতো! সম্ভব, শুনতে অবাক লাগলেও, এও সম্ভব। আসলে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের নিয়ে বেড়াতে যাওয়ার সময়, এমন ভাবনা অনেকের মাথাতেই আসে। যদি এমনটা হয়, তাহলে বেশি ভাববেন না। বেশি না ভেবে বুক করতেই পারেন গোটা ট্রেন। তাহলে আর ট্রেনে অন্য যাত্রীদের ভিড় আপনাকে সামলাতে হবে না। ট্রেনে শুধু আপনাদের নিজেদেরই লোক সফর করতে পারবে। কিন্তু কীভাবে বুক করবেন? আদৌ এটা সম্ভব কিনা ভাবছেন তো? তাহলে এবার পুরো বিষয়টা বিশদে জেনে নেওয়া যাক।
ভারতীয় রেল বলছে, অবশ্যই উপায় আছে। ইন্ডিয়ার রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশেন (আইআরসিটিসি) (IRCTC) যাত্রীদের সেই সুবিধা দেয়। যার মাধ্যমে গোটা বগি তো বটেই গোটা ট্রেনও কেউ ভাড়া নিতে পারেন। রেলের এই পদ্ধতিকে বলা হয় ‘ফুল টারিফ রেট’। ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে যে, যে কোনও ব্যক্তি চাইলেই এসি ফার্স্ট ক্লাস, এসি টু টিয়ার, থ্রি টিয়ার, এসি চেয়ার কার, স্লিপার, এসি সেলুন কার দ্বিতীয় শ্রেণির বসার বগি গোটাটা ভাড়া নিতে পারেন। শুধু তাই নয়, আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই এফটিআর-এর সুবিধা নেওয়া যায়। তবে, এই পুরো প্রক্রিয়ার জন্য আইআরসিটি-র সাধারণ ওয়েবসাইটে (irctc.co.in) লগ ইন করা যাবে না। এর জন্য www.ftr.irctc.co.in/ftr/-এ গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর পরেই ট্রেন বা বগি গোটাটা বুক করা যাবে।
প্রক্রিয়ার প্রথমেই জানাতে হবে যে, কোন ট্রেন বা কোন শ্রেণির বগি নিতে চান। তবেই একটা নতুন পাতা খুলে যাবে। সেখানে কোনও রুটের এবং কোন দিনের সফরের জন্য ঠিক কতগুলি আর কোন শ্রেণির বগি লাগবে সেই তথ্য দিতে হবে। পাশপাশি গোটা ট্রেন চাইলেও, সেকথা জানাতে হবে আইআরসিটিসিকে। এরপর এই ফর্ম পূরণ করার পরে জমা দিতে হবে ভাড়া। তবে শুধু অনলাইনেই নয়, অফলাইনেও একই ভাবে ট্রেন বা বগি বুক করা যায়। কিন্তু সেক্ষেত্রেও নিয়মে ব্যতিক্রম আছে। যে কোনও সংরক্ষণ কেন্দ্রে গেলেই হবে না। এর জন্য বড় কোনও স্টেশনের সংরক্ষণ সংক্রান্ত দফতরে গিয়ে শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলতে হবে।
উল্লেখ্য, একজন ব্যক্তি কোনও ট্রেনের সবথেকে বেশি দুটি বগির গোটাটা বুক করতে পারেন। আর ট্রেন বুক করতে হলে সর্বনিম্ম ১৮টি বগি নিতে হবে। আর সর্বোচ্চ ২৪টি বগি নেওয়া যায়। এর মধ্যে দু’টি জেনারেটর বগিও নিতে হবে এবং তার ভাড়া গুনতে হবে। মনে রাখতে হবে, এইভাবে ভাড়া নিয়ে শুধুই সফর করা যায়, শ্যুটিং বা অন্য কাজে ব্যবহার করা যায় না। তার জন্য অবশ্য আলাদা নিয়ম রয়েছে।
আপনার মতামত লিখুন :