শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মর্মান্তিক দুর্ঘটনা! কেদারনাথের কাছে তীর্থযাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার, ২ পাইলট-সহ মৃত অন্তত ৬

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০১:০৯ পিএম | আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ০৭:১২ পিএম

মর্মান্তিক দুর্ঘটনা! কেদারনাথের কাছে তীর্থযাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার, ২ পাইলট-সহ মৃত অন্তত ৬
মর্মান্তিক দুর্ঘটনা! কেদারনাথের কাছে তীর্থযাত্রী নিয়ে ভেঙে পড়ল কপ্টার, ২ পাইলট-সহ মৃত অন্তত ৬

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার তীর্থযাত্রী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার। এই দুর্ঘটনার জেরে ওই কপ্টারের দুই পাইলট-সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, পাহাড়ের ঢালে উদ্ধার কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুন্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু কেদারনাথে পৌঁছনোর আগেই সেটি গারু চটির কাছে দুর্ঘটনার কবলে পরে। এদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় উদ্ধারকারী দল। এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। পুলিশ ওই সংবাদ সংস্থাকে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করছেন তাঁরা। এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে বলেই জানা গিয়েছে।

প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুর্ঘটনার পর ধোঁয়ায় ভরে গিয়েছে চারপাশ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা জানা যায়নি এখনও। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেন, ‘কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কেদারনাথ খবরের শিরোনামে জায়গা করেছিল গত বছর ফেব্রুয়ারিতে। উত্তরাখণ্ডে হিমবাহ ভাঙার কারণে চামৌলি জেলা প্লাবিত হয়। এরপরে আচমকাই ধৌলিগঙ্গা নদীর জলের স্তর বাড়ে। আর এর জেরেই কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল।