শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছা মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায়?

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৯:৫১ এএম | আপডেট: এপ্রিল ৭, ২০২২, ০৩:৫১ পিএম

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছা মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায়?
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছা মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তায়?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন পরপর একাধিক টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্য পরিষেবা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

এদিন তিনি টুইট করে লেখেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবসে শুভেচ্ছা। প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি। আজ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এটি তাঁদের কঠোর পরিশ্রম যা আমাদের পৃথিবীকে সুরক্ষিত রেখেছে।’ এদিন প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, ভারত সরকার দেশের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য চেষ্টা করছে। 

অপর একটি টুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত সরকার ভারতের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের নাগরিকদের জন্য ভাল মানের এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর ফোকাস করা হয়। এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে যে আমাদের দেশে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্প আয়ুষ্মান ভারত।’ 

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, ‘আমি যখন পিএম জন ঔষধির মতো প্রকল্পের সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করি তখন আমি খুব খুশি হই। সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার উপর আমাদের ফোকাস দরিদ্র ও মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য সঞ্চয় নিশ্চিত করেছে। একই সাথে সামগ্রিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলতে আমরা আমাদের আয়ুশ নেটওয়ার্ককে শক্তিশালী করছি।’

প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘গত ৮ বছরে চিকিৎসা শিক্ষা খাতে দ্রুত পরিবর্তন এসেছে। বেশ কিছু নতুন মেডিকেল কলেজ এসেছে। স্থানীয় ভাষায় মেডিসিন অধ্যয়ন সক্ষম করার জন্য আমাদের সরকারের প্রচেষ্টা অগণিত তরুণদের আকাঙ্খাকে উড়ান দেবে।’