শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কোন ছোট পোশাকে চলবে না ‘দেব দর্শন’! কড়া নির্দেশ এই পুজো উদ্যোক্তাদের

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ১০:১৩ এএম | আপডেট: আগস্ট ৩১, ২০২২, ০৪:৩৪ পিএম

কোন ছোট পোশাকে চলবে না ‘দেব দর্শন’! কড়া নির্দেশ এই পুজো উদ্যোক্তাদের
কোন ছোট পোশাকে চলবে না ‘দেব দর্শন’! কড়া নির্দেশ এই পুজো উদ্যোক্তাদের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভগবানের দর্শন পেতে হলে ছোট পোশাকে মণ্ডপে প্রবেশ নৈব নৈব চ। ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট এবং মেয়েদের ক্ষেত্রে শর্ট স্কাট নিষিদ্ধ। কোনোভাবেই এই ধরনের ‘অশোভন’ পোশাকে দেব দর্শন মিলবে না। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। ছোট পোশাক পরে এলে তা পরিবর্তন করে নিলে, তবেই মিলবে সিদ্ধিদাতা- গণপতি বাপ্পার দর্শনের অনুমতি। এমনি নির্দেশিকা জারি করা হয়েছে মুম্বইয়ের আন্ধেরিচা রাজা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই পুজো প্যান্ডেলে আসতে হলে এই পোশাক বিধি মানা আবশ্যিক। এদিকে, মুম্বইয়ের আন্ধেরির এই বিখ্যাত পুজোর পোশাক ফতোয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।

গণেশ পুজো মানেই সংস্কৃতির উদযাপন। আর মুম্বইয়ে এই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা থাকে চরমে। করোনার কারণে গত ২ বছর সেভাবে গণেশ পুজোয় উন্মাদনা দেখা যায়নি। তবে, এবছর করোনা প্রকোপ কমার পাশাপাশি নিয়মবিধি শিথিল হওয়ায় ফের নতুন করে মেতে উঠেছে মানুষ এই পুজোকে কেন্দ্র করে।

এদিকে, মুম্বইয়ের আন্ধেরিচা রাজা পুজো উদ্যোক্তাদের দাবি, দেব দর্শনের পোশাক হওয়া উচিত সনাতনী, সাবেকি এবং শালীন। আন্ধেরিচা রাজার আজাদনগর সার্বজনীন উৎসব সমিতির মুখ্য উপদেষ্টা যশোধর ফাসে বলেন, ‘ঠাকুর দর্শনে এলে অবশ্যই জামাকাপড় শোভন হতে হবে। যুব সমাজ, নতুন জেনারেশন তাদের মূল্যবোধ-সংস্কৃতি অনুযায়ী সাবেকি পোশাকে গণপতি বাপ্পার আর্শীবাদ নিতে আসবে এটাই আমাদের আশা। তবে এই নিয়ম নতুন নয়, বরাবরই আমরা ছোট পোশাক পরলে তা পরিবর্তন করে তবেই মণ্ডপে ঢুকতে দিই।’

এই বিধি প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে জানান হয়েছে যে, পুজো প্যান্ডেলের বাইরে কয়েক জোড়া ট্র্যাক প্যান্টের ব্যবস্থা রাখা থাকে। কেউ যদি ঠাকুর দর্শনের এই ড্রেস কোড না জেনে থাকেন, সেক্ষেত্রে পোশাক পরিবর্তনের পরেই মণ্ডপে প্রবেশের অনুমতি মেলে। পুজোমণ্ডপের বাইরে বড় বড় বিলবোর্ডে ছবি-সহ এই নির্দেশিকা স্পষ্টভাবে লাগানো হয়েছে। যাতে দর্শনার্থীরা কোনোভাবে বিভ্রান্ত না হন।