শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চোখ রাঙাচ্ছে করোনা! বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই তারিখ থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ০৫:১৬ পিএম | আপডেট: জুলাই ১৩, ২০২২, ১১:১৬ পিএম

চোখ রাঙাচ্ছে করোনা! বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই তারিখ থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ
চোখ রাঙাচ্ছে করোনা! বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই তারিখ থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও চোখ রাঙাচ্ছে করোনা। আবারও নতুন করে ভয় ধরাচ্ছে দেশের করোনা গ্রাফ। লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোরের মধ্যে দিয়ে আবার ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু এখনও দেশ থেকে সম্পূর্ণভাবে বিদায় নেয়নি করোনা। এর মধ্যেই দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন ধরে ক্রমশ বেড়েই যাচ্ছে সংক্রমণ। তাই বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের বক্তব্য, একটু অসতর্ক হলেই বিপদ বাড়তে পারে আবার। এবার এই পরিস্থিতিতে বড় ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। 

করোনা ফের নতুন করে মাথাচাড়া দিলেও, এখনও অনেকের মধ্যেই করোনা সতর্কতামূলক টিকা নিতে অনীহা রয়েছে। এসবের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে ১৮ উর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘স্বাধীনতার অমৃতকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হবে।’ এতদিন ষাটোর্ধ্ব ব্যক্তি এবং ফ্রন্টলাইন ওয়ার্করা সরকারি দফতরে বিনামূল্যে বুস্টার ডোজ পেতেন। তবে, এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে সকলের জন্য সরকারি দফতরে বিনামূল্যে বুস্টার ডোজ পাওয়া যাবে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যেই এই বিনামূল্যে বুস্টার ডোজের সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকেই দেশব্যাপী করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে, এতদিন পর্যন্ত তা শুধুমাত্র ষাটোর্ধ্বরাই বিনামূল্যে পেতেন। আর ৬০-এর কম বয়সী যারা, তাঁদের টাকা দিয়ে বুস্টার ডোজ নিতে হত। মনে করা হচ্ছিল, দেশজুড়ে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের অনীহার কারণেই দ্রুত বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় বুস্টার ডোজ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তাই এবার করোনা ঠেকাতে এবার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার ডোজ বিনামূল্যে করে দিল কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান কমিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৯ মাস থেকে কমে বুস্টার ডোজের ব্যবধান ৬ মাস করা হয়েছে। আগে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান ৯ মাস ছিল। সেটাই এবার কমিয়ে এখন ৬ মাস করা হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, ভারতের কোভিড ১৯ টিকার প্রয়োগ ১৯৯.১২ কোটি পেরিয়ে গিয়েছে।