শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এক ব্যক্তি লড়ুক এক আসনে! ১৮ বছর পর ফের কেন্দ্রের কাছে সুপারিশ নির্বাচন কমিশনের

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৩:৪৩ পিএম | আপডেট: অক্টোবর ৭, ২০২২, ০৯:৪৩ পিএম

এক ব্যক্তি লড়ুক এক আসনে! ১৮ বছর পর ফের কেন্দ্রের কাছে সুপারিশ নির্বাচন কমিশনের
এক ব্যক্তি লড়ুক এক আসনে! ১৮ বছর পর ফের কেন্দ্রের কাছে সুপারিশ নির্বাচন কমিশনের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একই সুপারিশ কেন্দ্রের কাছে করা হল জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তাও ১৮ বছর পরে। কী সেই সুপারিশ? এক ব্যক্তি যেকোনো এক আসনের জন্য নির্বাচনে লড়তে পারবেন। জন প্রতিনিধিত্ব আইন সংশোধন করে কেন্দ্রের সরকার এই নিয়ম চালু করুক, চাইছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগে এই একই পরামর্শ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন ২০০৪ সালে। সম্প্রতি এই বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের সরকারকে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

এক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি, কোনও এক ব্যক্তি একসঙ্গে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে, সেই ব্যক্তি যদি দুটি আসনেই জয়লাভ করেন এবং একটি আসন ছেড়ে দেন, সেক্ষেত্রে পুনরায় ছেড়ে দেওয়া আসনে নির্বাচনের প্রয়োজন পড়ে। এমনটা হলে, সরকারি অর্থের অপব্যবহার হয়।

অন্যদিকে, একাধিক আসনে নির্বাচনে প্রতিনিধিত্ব করার পরে, কোনও আসন ছেড়ে দিলে, সেই আসনে আবার নির্বাচন করার জন্য যেমন নতুন করে সরকারি অর্থের অপচয় হয়, তেমনই যে আসন ছেড়ে দেওয়া হয়, সেখানকার মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করা হয়। এইসব দিক বিবেচনা করেই, ফের একবার নির্বাচন কমিশন নির্বাচনে এক ব্যক্তির এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুপারিশ করেছে কেন্দ্রের কাছে।