বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আজ থেকেই শুরু হচ্ছে, দেশে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ! মানতে হবে এই সব নিয়ম...

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৯:৫৯ এএম | আপডেট: এপ্রিল ১০, ২০২২, ০৩:৫৯ পিএম

আজ থেকেই শুরু হচ্ছে, দেশে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ! মানতে হবে এই সব নিয়ম...
আজ থেকেই শুরু হচ্ছে, দেশে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ! মানতে হবে এই সব নিয়ম... / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার টিকাকরণ প্রসঙ্গে সম্প্রতি বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কেন্দ্রের এই ঘোষণা অনুযায়ী, এবার ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিক পাবেন করোনার প্রিকশন ডোজ। শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এই ডোজ দেওয়ার তারিখও ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিল অর্থাৎ আজ থেকেই শুরু হবে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ। তবে, এই মুহূর্তে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে করোনার প্রিকশন ডোজ নিতে পারবেন সকলে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বেসরকারি হাসপাতাল বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে টাকা খরচ করে এই প্রিকশন ডোজ নিতে পারবেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক। 

কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে বর্তমানে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা গ্রাফ। প্রতিদিনই একটু একটু করে কমছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে সুস্থতার হার ও সেই সঙ্গে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। আর এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি বিচার করেই, গত ৩১ মার্চ মধ্যরাত থেকে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ তুলে নেয় কেন্দ্র সরকার। যদিও মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি মেনে চলারই পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে জারি রয়েছে টিকাকরণ প্রক্রিয়া। আর এবার যোগ হল, ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিকের জন্য বুস্টার ডোজও।

জানা গিয়েছে, এই বুস্টার ডোজের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন, সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় নিয়ে থাকেন, তাহলে তিনি সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার করোনা টিকাই পাবেন। 

কারা পাবেন এই বুস্টার ডোজ? এবার সেটা জেনে নেওয়া যাক। যারা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস কেটে গিয়েছে, তাঁরাই এই ‘প্রিকশন ডোজ’ বা ‘বুস্টার ডোজ’ নিতে পারবেন। কতো খরচ পড়বে এই বুস্টার ডোজ নিতে? সার্ভিস চার্জ- এর জন্য বেসরকারি টিকাকেন্দ্রগুলি সর্বাধিক ১৫০ টাকা নিতে পারবে। অর্থাৎ টিকার প্রতিটি ডোজের যা দাম, তার থেকে সর্বাধিক ১৫০ টাকা বেশি নিতে পারবে বেসরকারি টিকা কেন্দ্রগুলি। 

এদিকে, কেন্দ্রের ঘোষণার পরই, সেরাম ইন্সটিটিউটের পক্ষ থেকে কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম ঘোষণা করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা জানিয়েছেন যে, কোভিশিল্ডের একটি বুস্টার ডোজের দাম ৬০০ টাকা। পাশাপাশি বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের জন্য কোভোভ্যাক্স ছাড়পত্র পেলে, তার মূল্য হবে ৯০০ টাকা। এই দামের সঙ্গে কর যুক্ত হবে। তিনি জানিয়েছেন যে, ইতিমধ্যেই কোভিশিল্ড বুস্টার ডোজের জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি কোভোভ্যাক্সও ছাড়পত্র পেয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বয়স, যাদের কো-মর্বিডিটি ছিল, তাঁদেরকেই শুধু দেওয়া হচ্ছিল করোনার এই বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজ নেওয়ার পর নির্দিষ্ট ব্যবধান মেনে এই ডোজ নিতে হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে ৬০ বছরের বেশি বয়স সকল নাগরিকের জন্য শুরু হয় এই বুস্টার ডোজ। এরপরই কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছিল, সমস্ত প্রাপ্ত বয়সের নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে। এবার সংক্রমণ রুখতে সেটাই বাস্তবে রুপায়িত হল। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সেই বৈঠকের পর ডোজ প্রদান নিয়ে একাধিক নিয়ম উঠে এসেছে।

অন্যদিকে, দেশে বর্তমানে ১২ ঊর্ধ্বদের করোনা টিকা দেওয়ার কাজ চলছে। কেন্দ্রের রিপোর্ট অনুসারে, ১৫ বছরের উপরে ৯৬ শতাংশকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এদিকে, সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও, নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি XE। তাই কোনওভাবেই কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্র।