শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

"ভালবাসা, উষ্ণতা, সমর্থনে আমি অভিভূত"! মেঘালয়ের অভ্যর্থনায় আবেগে ভাসলেন মমতা

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৮:৩৮ পিএম | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ০২:৩৮ এএম

"ভালবাসা, উষ্ণতা, সমর্থনে আমি অভিভূত"! মেঘালয়ের অভ্যর্থনায় আবেগে ভাসলেন মমতা

বছর ঘুরলেই নির্বাচন মেঘালয়ে। তার আগে প্রস্তুতি বৈঠক সারতে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই এদিন উষ্ণঅভ্যর্থনা পেয়েছেন দলীয় কর্মীদের কাছ থেকে। আর তাতেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শিলং য়ে নামার সঙ্গে সঙ্গেই কর্মী সমর্থকদের তরফ থেকে উড়ে এলো দিদি দিদি রব। উষ্ণ অভ্যর্থনা জানানো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এদিন দলের দুই শীর্ষ নেতৃত্বকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন সেই রাজ্যের দলীয় কর্মীরা।

এরপরেই অব্যর্থনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "আপনাদের ভালবাসা, উষ্ণতা এবং সমর্থনে আমি অভিভূত। আপনাদের সবাইকেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।"

এদিন সেখানে পৌঁছানোর পরেই সোশাল মিডিয়াতে মমতা লেখেন, “পাহাড়ি রাজ্য Meghalaya-এর সৌন্দর্য এবং এখানের মানুষের সরলতা হৃদয়গ্রাহী। আমি এখানে পৌঁছানোর পরেই তাঁরা আমাকে হাসিমুখে স্বাগত জানান। তাঁদের এই আনন্দিত এবং হাসিমুখ আমার হৃদয়ে চিরদিন থাকবে।”

পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচন নজর তৃণমূলের। উত্তর পূর্ব রাজ্যে ঘাঁটি স্থাপন করতে মরিয়া তৃণমূল। এই পরিস্থিতিতে আজ ফের মেঘালয় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সেখানে মঙ্গলবার নির্বাচন প্রস্তুতির বৈঠক হবে।

মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে কর্মীসভা করবেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই মেঘালয় বিধানসভার নির্বাচনেও অংশ নেবে বাংলার শাসকদল। তাই তার আগেই এদিন প্রস্তুতি বৈঠক সারতেই সে রাজ্যে যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।