শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাটকের মহড়া দিতে গিয়ে মৃত্যু! ভগৎ সিং সেজে শহিদের অভিনয় করতে গিয়ে মৃত সপ্তম শ্রেণীর ছাত্র

মৌসুমী মোদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১০:৩৬ পিএম | আপডেট: নভেম্বর ১, ২০২২, ০৪:৩৬ এএম

নাটকের মহড়া দিতে গিয়ে মৃত্যু! ভগৎ সিং সেজে শহিদের অভিনয় করতে গিয়ে মৃত সপ্তম শ্রেণীর ছাত্র
নাটকের মহড়া দিতে গিয়ে মৃত্যু! ভগৎ সিং সেজে শহিদের অভিনয় করতে গিয়ে মৃত সপ্তম শ্রেণীর ছাত্র

নাটকের মহড়ায় দিতে গিয়ে মর্মান্তিক কাণ্ড! গলায় ফাঁস দেওয়ার দৃশ্যে অভিনয় করার সময় মৃত্যু হল এক সপ্তম শ্রেণির পড়ুয়ার। ১২ বছর বয়সি ওই পড়ুয়ার নাম সঞ্জয় গৌড়া। কর্নাটকের কোলারের ঘটনা। মৃত কিশোর কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

সূত্রের খবর, আগামী সপ্তাহে সঞ্জয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটক হওয়ার কথা। সেই নাটকে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল সঞ্জয়কে।

পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে একা একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। ইংরেজ সরকারের হাতে ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ছটফট করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার সময় ওই কিশোরের বাড়ির কোনও সদস্য ঘরে ছিলেন না। বাড়ি ফিরে আসার পর তাঁরা মৃতদেহ দেখতে পান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রের খবর, সামনের সপ্তাহেই ওই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আর তা নিয়ে প্রতি দিনই স্কুলে মহড়া চলছিল। স্কুলের তরফে খুদে অভিনেতাদের নাটকের দৃশ্যগুলি বাড়িতেও ঝালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ মেনেই শনিবার রাতে নাটকের মহড়া চালাচ্ছিল সঞ্জয়।

স্কুল কর্তৃপক্ষের তরফে সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও সূত্রের খবর। প্রসঙ্গত, ২০২০ সালে ভগৎ সিংহের নাটকে অভিনয় করতে গিয়ে একই রকম ভাবে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ১২ বছর বয়সি কিশোর প্রিয়াংশ মালব্যের।