শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের আশ্বাস! ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং

চৈত্রী আদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ১২:০৮ পিএম | আপডেট: এপ্রিল ১৪, ২০২২, ০৬:১০ পিএম

জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের আশ্বাস! ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং
জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের আশ্বাস! ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য সুখবর। আগামী কয়েক বছরের মধ্যেই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে জম্মু-কাশ্মীর অঞ্চলে। ইতিমধ্যেই এই প্রচেষ্টা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এমনটাই ঘোষণা করেছেন।

তাঁর ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালু হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি মাসেই জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরের প্রস্তুতি দেখতেই সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

সেখানে গিয়ে জিতেন্দ্রর বক্তব্য, বর্তমানে দেশজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। এরইমধ্যে জম্মু-কাশ্মীরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সরকারের এই প্রচেষ্টা দেশবাসীর কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবেন বলে মনে করেছেন তিনি। এই ব্যবস্থা দেশবাসীর কাছে এক মডেল হিসেবে উপস্থাপিত হবে।

জম্মু-কাশ্মীরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে ঠিক কীভাবে কাজ করবে কেন্দ্রীয় সরকার? এই প্রসঙ্গে জিতেন্দ্রর বক্তব্য, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে নতুন ও উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রচার হবে কৃষি স্টার্টআপের। প্রায় ২.৪৫ কোটি টাকার সোলার প্ল্যান্ট স্থাপিত হবে আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ১৭-১৮ এপ্রিলের মধ্যে ৩৪০ একটি পরিবার বিনামূল্যে সৌর শক্তির সাহায্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন

২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ ধারার বিলোপসাধনের মাধ্যমে জম্মু-কাশ্মীর বিভক্ত হয়ে যায় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল এই সফরে যাবেন তিনি। বালি থেকে জম্মু কাশ্মীরের সমস্ত গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।