বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও কাশ্মীরে জঙ্গি নিশানায় নিরীহ ব্যক্তি। মাত্র ৬০ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কাশ্মীরে টার্গেট কিলিং-এর শিকার নিরীহ এক ব্যাঙ্ক ম্যানেজার। এবারের ঘটনায় গুলি করে খুন করা হল রাজস্থান থেকে কাশ্মীরে চাকরি করতে যাওয়া এক যুবককে।
জানা গিয়েছে, কুলগামের মোহনপুরার একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন বিজয় কুমার নামে ওই ব্যাক্তি। বৃহস্পতিবার সকালে তাঁরই অফিসে তাঁর উপর হামলা করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। বিজয় কুমারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয় কুমার রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। গত কয়েক বছর ধরেই কুলগামের ব্যাঙ্কের ওই শাখায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এদিকে, এই ঘটনা নিয়ে, গত তিন সপ্তাহে কাশ্মীরে এখনও পর্যন্ত ৪ জন সংখ্যালঘুকে হত্যা করল জঙ্গিরা। এর আগে মঙ্গলবারও এই কুলগাম জেলার গোপালপুরা এলাকার একটি স্কুলে শিক্ষিকা রজনী বালাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তার আগে ১৩ মে বদগামে সরকারি কর্মী রাহুল ভাটকে খুন করা হয়। সূত্রের খবর, এই দুজনেই কাশ্মীরি পণ্ডিত ছিলেন।
এদিকে, আজকের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :