শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় সাফল্য CBI-এর! দেশে আনা হল নীরব মোদীর ঘনিষ্ঠ সুভাষ শঙ্করকে

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ১০:৫১ এএম | আপডেট: এপ্রিল ১২, ২০২২, ০৪:৫১ পিএম

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় সাফল্য CBI-এর! দেশে আনা হল নীরব মোদীর ঘনিষ্ঠ সুভাষ শঙ্করকে
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় সাফল্য CBI-এর! দেশে আনা হল নীরব মোদীর ঘনিষ্ঠ সুভাষ শঙ্করকে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআই- এর ঝুলিতে বড় সাফল্য এল। একটি বড় অভিযান চালিয়ে, কেন্দ্রীয় সংস্থা পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী সুভাষ শঙ্করকে কায়রো থেকে দেশে ফেরাতে সক্ষম হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল সিবিআই। 

জানা গিয়েছে, এই নীরব ঘনিষ্ঠ সুভাষ শঙ্কর ব্যাঙ্ক জালিয়াতির সময়, তাঁরই কোম্পানিতে ডিজিএম (অর্থ) পদে নিযুক্ত ছিলেন। ২০১৮ সালে ইন্টারপোল পিএনবি কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা সিবিআই-এর অনুরোধে নীরব মোদী, তাঁর ভাই নিশাল মোদী এবং তাঁর বিশ্বস্ত কর্মচারী সুভাষের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত নীরব মোদীর ঘনিষ্ঠ এই সহযোগী সুভাষ শঙ্করকে কায়রো থেকে মুম্বইতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, বিশেষ বিমানে করে তাঁকে দেশে ফেরানো হয়েছে। এই সুভাষের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ছিল নীরব মোদী ও তাঁর ভাইয়ের পাশাপাশি। উল্লেখ্য, এই সুভাষ শঙ্করের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআই নীরব মোদীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাট এবং সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ আনে। এর সঙ্গে নীরব মোদীর কিছু কর্মচারীকে জোর করে অপহরণ করে কায়রোতে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এদিকে, সিবিআই ইতিমধ্যেই নীরব মোদী, নিশাল মোদী এবং সুভাষ শঙ্করের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।