বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের অনন্তনাগে। মঙ্গলবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে ৩৯ জন নিরাপত্তারক্ষীকে নিয়ে চন্দনওয়ারি থেকে পহেলগ্রামের দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি। জানা গিয়েছে, এই ৩৯ জনের মধ্যে ৩৭ জন আইটিবিপি (ITBP) জওয়ান এবং জম্মু ও কাশ্মীরের ২ জন পুলিশকর্মী ছিলেন। মাঝপথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহলগামের ফ্রিসলানের রাস্তা দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল হয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। গুরুতর আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হচ্ছে।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়েছে, ‘চন্দনওয়ারি থেকে পহেলগ্রামে একটি বাস দুর্ঘটনায় ৬ জন ITBP জওয়ান শহিদ হয়েছেন। আহত একাধিক। তাঁদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীনগরের সেনার হাসপাতালে।’ এই দুর্ঘটনায় বাকি জওয়ানরা সকলেই কম-বেশি আহত হয়েছেন।
এদিকে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দিল্লিতে ITBP-র মুখপাত্র বলেন, ‘বাসে ৩৯ জন সুরক্ষাকর্মী ছিলেন। বাসটির ব্রেক ফেল হয়ে তা নদীর ধারে পড়ে যায় বলে জানা যাচ্ছ।’ জানা গিয়েছে, অমরনাথ জাত্রার ডিউটি সেরে ফিরছিলেন ওই জওয়ানরা। প্রাথমিকভাবে ব্রেক ফেল হওয়ার কারণে দুর্ঘটনা মনে করা হলেও, দুর্ঘটনার পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। তবে, এই মুহূর্তে উদ্ধারকাজ দ্রুত গতিতে শেষ করার বিষয়টিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :