শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

‘বিজেপির মতো দুর্নীতিবাজ দল আর একটাও দেখিনি’! মোদীরাজ্যে দাঁড়িয়ে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৫:২৯ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:৩৪ পিএম

‘বিজেপির মতো দুর্নীতিবাজ দল আর একটাও দেখিনি’! মোদীরাজ্যে দাঁড়িয়ে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের
‘বিজেপির মতো দুর্নীতিবাজ দল আর একটাও দেখিনি’! মোদীরাজ্যে দাঁড়িয়ে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একদিনের সফরে মঙ্গলবার মোদীরাজ্য গুজরাটে গিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে ভাদোদরায় ‘টাউন হল’ সভায় বক্তব্য পেশ করেন তিনি। মঙ্গলবার ভাষণে গুজরাটের সাধারণ মানুষকে একাধিক প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বেনজির ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। ওই সভা থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অরবিন্দ।

মঙ্গলবার ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আপ সরকার ক্ষমতায় এলে গুজরাটের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম চালু করবেন।’ এর পাশাপাশি তিনি এও বলেন যে, ‘যে কোনও নির্বাচনে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। আমি গুজরাটের সমস্ত সরকারি কর্মচারীদের গ্যারান্টি দিচ্ছি যে আমাদের সরকার ক্ষমতায় এলে ওল্ড পেনশন স্কিম চালু করবে।’

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে আপ প্রধান বলেন, ‘এই দুর্নীতিবাজ সরকার বিগত বছরগুলিতে কোন কাজ করেনি। আমরা কেবল একটি সুযোগ চাইছি। আমরা যদি ভালো কাজ করি তাহলেই আমাদের ফিরিয়ে আনবেন নাহলে নয়। আমি বিজেপির মতো দুর্নীতিবাজ দল আর একটাও দেখিনি। তাদের হাতে সিবিআই, ইডি, পুলিশ আছে, তবুও তারা প্রেস কনফারেন্স করে মিথ্যা কথা বলে।’

বিজেপিকে নিশানা করে আপ প্রধান বলেন, ‘আপ সরকার ক্ষমতায় এলে প্রথম কাজ হবে দেশের মুদ্রাস্ফীতি দূর করা। পাশাপাশি উন্নত মানের স্কুল-হাসপাতাল তৈরি করা, সস্তায় বিদ্যুৎ বিলি করা।’ তিনি এও দাবি করেছেন যে, বিজেপি এইসব উন্নয়ন চায় না।

এখানেই শেষ নয়, অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপিকে দেখে আমার রীতিমত করুণা হচ্ছে। আমি বিজেপির মতো এমন দল দেখিনি। তাদের হাতে সিবিআই, ইডি, পুলিশ সবই আছে। তারা সেগুলির অপব্যবহার করছে। বিরোধীদের ভয় দেখাতে এজেন্সি গুলোকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি কখনও কেন্দ্রে সরকার গঠন করি তবে আমরা প্রকৃত দোষীদের জেলে পাঠাব।’

উল্লেখ্য, বিজেপিশাসিত গুজরাটে চলতি বছরের শেষের দিকে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনই এখন পাখির চোখ আম আদমি পার্টি তথা কেজরিওয়ালের কাছে। সেই উদ্দেশ্যেই ইতিমধ্যেই একাধিক আপ নেতা সাম্প্রতিককালে বেশ কয়েকবার গুজরাট সফর করেছেন।