শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

উৎসবের আবহে বিহারে মর্মান্তিক দুর্ঘটনা! ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭ শ্রমিক

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১০:১০ এএম | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ০৪:১২ পিএম

উৎসবের আবহে বিহারে মর্মান্তিক দুর্ঘটনা! ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭ শ্রমিক
উৎসবের আবহে বিহারে মর্মান্তিক দুর্ঘটনা! ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭ শ্রমিক / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চারিদিকে উৎসবের আবহ। আগামীকাল ২৫ ডিসেম্বর, বড়দিন। এদিকে, তার আগে বিহারে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারন জেলার মোতিহারিতে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, বিহারের পূর্ব চম্পারন জেলার মোতিহারির রামগড়বা থানা এলাকার নারিরগির অঞ্চলে একটি ইটভাটার চিমনি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, এই ঘটনায় আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়। জানা গিয়েছে, ঘটনার পর, বিস্ফোরণে ভেঙে পড়া ইটভাটা থেকে আহতদের উদ্ধার করেছে পুলিশ এবং এসডিআরএফ। পাশাপাশি উদ্ধার করা হয় নিহতদের দেহও। এই দুর্ঘটনা প্রসঙ্গে রক্সৌলের এএসপি বলেন, ‘রামগড়বা থানা এলাকার নারিরগির অঞ্চলে একটি ইটভাটার চিমনিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ৭জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও উদ্ধার কাজ জারি রয়েছে।’

অন্যদিকে, এই ঘটনার পর দাবি করা হচ্ছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরে এখনও ইটভাটায় চাপা পড়ে নিখোঁজ ২০ জন শ্রমিক। তাই তাঁদের সন্ধানে ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান জারি রয়েছে। সূত্রের খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের বেশিরভাগই শ্রমিক। অভিযোগ উঠছে, ঘটনাস্থলে কোনও ধরনের আলোর কোনও ব্যবস্থা নেই। এই কারণে সন্ধ্যার পর উদ্ধারকাজ চালাতে সমস্যার সৃষ্টি হয়।