শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মুসলিম ছাত্রকে ‘জেহাদি’ কটাক্ষ শিক্ষকের! ভিডিও প্রকাশ্যে আসতেই কলেজ থেকে সাসপেন্ড অধ্যাপক

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১১:২৭ এএম | আপডেট: নভেম্বর ২৯, ২০২২, ০৫:৩৩ পিএম

মুসলিম ছাত্রকে ‘জেহাদি’ কটাক্ষ শিক্ষকের! ভিডিও প্রকাশ্যে আসতেই কলেজ থেকে সাসপেন্ড অধ্যাপক
মুসলিম ছাত্রকে ‘জেহাদি’ কটাক্ষ শিক্ষকের! ভিডিও প্রকাশ্যে আসতেই কলেজ থেকে সাসপেন্ড অধ্যাপক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কলেজের মুসলিম ছাত্রকে ‘জেহাদি’ বলে কটাক্ষ দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সোশ্যাল মিডিয়ায়, সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে ওই অধ্যাপককে। যদিও সাসপেন্ড করার আগেই ওই অধ্যাপককে ভাইরাল হওয়া ভিডিওটিতে ছাত্রের কাছে ক্ষমা চাইতেও শোনা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি গত ২৬ নভেম্বরের, বেঙ্গালুরুর প্রযুক্তি কলেজের। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ক্লাস ভর্তি অন্যান্য পড়ুয়াদের সামনেই একজন ছাত্রের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছেন এক অধ্যাপক। অভিযোগ, এক মুসলিম ছাত্রকে সন্ত্রাসবাদী বা জেহাদি বলে সম্বোধন করেছেন ওই অধ্যাপক। তাতে ক্ষোভ প্রকাশ করেন ওই ছাত্র।

ভিডিওতে ওই পড়ুয়া বলছেন, ‘২৬/১১ হামলা কোনও মজা নয়। একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হয়ে, প্রতিদিন এই সব শুনতে হয় আমাদের।’ ছাত্রের প্রতিক্রিয়ার ওই অধ্যাপককে তাঁকে শান্ত করার জন্য বলতে শোনা যায় যে, ‘তুমি আমার ছেলের মতো।’ জবাবে আরও চড়া সুরে ওই ছাত্র বলেন, ‘একজন বাবা যদি তাঁর ছেলের সঙ্গে এরকম মজা করে, তাহলে সেটা মোটেও মজার নয়।’ ওই ছাত্র ঘুরে অধ্যাপককে প্রশ্ন করেন, ‘আপনি কি আপনার ছেলের সঙ্গেও এমনভাবে কথা বলেন। তাকে কি আপনি জঙ্গিও বলেন। আপনি কি করে গোটা ক্লাসের সামনে আমাকে এই কথা বলতে পারলেন। এখানে সবাই রয়েছেন। আপনি একজন শিক্ষক।’

তবে, কিছুক্ষণের মধ্যেই ওই শিক্ষক বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেন। তখন ওই ছাত্র বলেন, ‘সরি বললেও আপনি আপনার যে চরিত্র তুলে ধরেছেন সবার সামনে, সেটা মুছে যাবে না।’ এদিকে, ক্ষমা চাইলেও, বরফ গলেনি। বরং পরিস্থিতি আরও কঠিন হয়েছে ওই অধ্যাপকের জন্য। পরিস্থিতি সামাল দিতে অধ্যাপককে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে তদন্তও।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে কলেজের জনসংযোগের ডিরেক্টর এস পি কর বলেন, ‘কলেজ সর্বধর্মে বিশ্বাস করে চলে। সবধর্মকে সমান সম্মান করি। তাই এধরনের ঘটনার তীব্র নিন্দা করছি। সবদিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন যে, ঘটনার পর ওই ছাত্রের কাউন্সেলিং করা হচ্ছে। অধ্যাপককে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে। ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন প্রফেসর অশোক সোয়াইন। তিনি বলেছেন, ‘ভিডিওটি কর্ণাটকের এক বিশ্ববিদ্যালয়ের। সেখানেই ক্লাস চলাকালীন এক সংখ্যালঘু পড়ুয়াকে জঙ্গি বলে মজা করেন শিক্ষক। তারপরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই ছাত্র।’

এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এসপি কর জানান, ‘কে এটি ভিডিও করেছে, বা কোন ঘটনার প্রেক্ষিতে এমনটা ঘটেছে তা জানার উপায় নেই। তবু স্বতঃপ্রণোদিত হয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। তদন্ত চলছে।’