শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ! শহীদ দুই সেনা আধিকারিক

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ১২:০৮ পিএম | আপডেট: জুলাই ১৮, ২০২২, ০৬:০৮ পিএম

পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ! শহীদ দুই সেনা আধিকারিক
পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ! শহীদ দুই সেনা আধিকারিক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারালেন দুই সেনা আধিকারিক। রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রেনেড বিস্ফোরণ হয়। এর জেরে গুরুতর জখম হন ভারতীয় সেনার এক ক্যাপ্টেন আনন্দ এবং জুনিয়র কমিশনড আধিকারিক ভগবান সিং। 

এরপর ওই দুই সেনা আধিকারিককে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে সেনা হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা করা যায়নি। চিকিৎসা চলাকালীনই উভয়ের মৃত্যু হয়। 

এই ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ এক বিবৃতিতে জানিয়েছেন যে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ডিউটি চলাকালীন দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা আধিকারিক গুরুতর জখম হন। এরপর সেখান থেকে জখম দুই সেনা আধিকারিককে উদ্ধার করে অবিলম্বে হেলিকপ্টারে উধমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন দুজনেরই মৃত্যু হয়।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে, এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, জেনারেল অফিসার কমান্ডিং এবং সমস্ত পদমর্যাদার কর্মকর্তারা হোয়াইট নাইট কর্পস দুই সেনাকর্মীর দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ আত্মবলিদানের জন্য তাঁদের সাহসী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সঙ্গে মৃত দুই সেনা কর্মীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।’