বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার এই প্রথমবার দেশের মধ্যে হিন্দি ভাষায় পড়ানো হবে চিকিৎসা বিজ্ঞান। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের জন্য লেখা সেইসব বই প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যপ্রদেশের ভোপালে ঐ বই প্রকাশ অনুষ্ঠানে শাহ ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস কৈলাস সারং।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে, এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, ‘আজ দেশের শিক্ষাক্ষেত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামিদিনে যখনই ইতিহাস লেখা হবে, আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিজেপির শিবরাজ সিং চৌহান দেশে প্রথমবার হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু করে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়েছেন। জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী মাতৃভাষায় শিক্ষায় বিশেষ জোর দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত।’
আবার ঐ অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উচ্ছ্বসিত হয়ে বলেন যে, ‘আজ অমিত শাহ দরিদ্রদের সন্তানদের জন্য নতুন ভোরের সূচনা করলেন। অনেকেই মেডিক্যাল কলেজগুলিতে ভরতি হতেন। কিন্তু ইংরাজির ফাঁদে পড়ে পরীক্ষায় পাশ করতে না পেরে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতেন।” উল্লেখ্য, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, ‘এমন ধারণা আমূল বদলে যেতে চলেছে যে, হিন্দিতে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব নয়। হিন্দি মাধ্যমে শিক্ষালাভ করেও যে জীবনে এগিয়ে যাওয়া যায়, তা প্রমাণ করতেই নতুন এই পদক্ষেপ নিলাম আমরা।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিকবার হিন্দি ভাষার আগ্রাসনের অভিযোগ উঠেছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। সরকারি কাজ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরাজি ভাষার বদলে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানোর পক্ষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সওয়াল করার পরই দেশব্যাপী নতুন বিতর্কের সূচনা হয়েছিল। বিশেষত দক্ষিণভারতের রাজ্যগুলিকে কেন্দ্রের এই ভাবনা-চিন্তার বিরুদ্ধে নিন্দায় সরব হতেও দেখা গিয়েছিল। বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাও কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেছিল এই বিষয়ে। কিন্তু এরপরেও মধ্যেপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে হিন্দিতে ডাক্তারির বইয়ের প্রকাশ থেকে এটাই ফের একবার স্পষ্ট হল যে, হিন্দি ভাষার গুরুত্ব আরও বাড়ানোর দিকেই পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর কেন্দ্রের বিজেপিশাসিত সরকার। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
আপনার মতামত লিখুন :