মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

‘অগ্নিপথ’ বিক্ষোভে অগ্নিগর্ভ বিহার! বাতিল ২২ টি ট্রেন, গতিপথ বদল আরও ৬ টি ট্রেনের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৫:১৪ পিএম | আপডেট: জুন ১৬, ২০২২, ১১:১৪ পিএম

‘অগ্নিপথ’ বিক্ষোভে অগ্নিগর্ভ বিহার! বাতিল ২২ টি ট্রেন, গতিপথ বদল আরও ৬ টি ট্রেনের
‘অগ্নিপথ’ বিক্ষোভে অগ্নিগর্ভ বিহার! বাতিল ২২ টি ট্রেন, গতিপথ বদল আরও ৬ টি ট্রেনের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি বিহারে। বিহারের বিভিন্ন প্রান্তে জ্বলছে বিক্ষোভের আগুন। ছাপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। একটি বাসেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। 

এদিকে, পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে ২২ টি ট্রেন। পাশাপাশি আরও ৬ টি ট্রেনের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। একবার দেখে নেওয়া যাক, রেলের পক্ষ থেকে কী কী ট্রেন এই বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে। 

বাতিল করা হয়েছে, ০৫২৭৫ সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২২১ সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৭৮ সমস্তিপুর-সহরসা প্যাসেঞ্জার স্পেশাল, ০৫৫১১ সমস্তিপুর-সোনপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৫৭ মুজফ‌্ফরপুর নরকটিয়াগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৩৭৩ পটনা-গয়া প্যাসেঞ্জার স্পেশাল, ১৩২৫০ ভভুয়া রোড-পটনা এক্সপেস, ১২৫৬৭ সহরসা-পটনা এক্সপ্রেস, ১২৫৬৮ পটনা-সহরসা এক্সপ্রেস, ১৫২৮৩ মণিহারী-জয়নগর এক্সপ্রেস, ০৩২০৩ পটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩২২৭ দানাপুর-রঘুনাথপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩২৭৮ রঘুনাথপুর-পটনা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৪৩ সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৩৪০ গয়া-পটনা প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৩৬৫ পটনা-গয়া প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৩৩৮ গয়া-পটনা প্যাসেঞ্জার স্পেশাল, ০৫৫৪৮ সহরসা-লহেরিয়াসরায় প্যাসেঞ্জার স্পেশাল, ০৫৫৪৭ লহেরিয়াসরায়-সহরসা প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৮৭ মুজফ‌্ফরপুর-রক্সৌল প্যাসেঞ্জার স্পেশাল, ০৫৫৩৪ জয়নগর-দ্বারভাঙা প্যাসেঞ্জার স্পেশাল ও ০৫৫৩৩ দ্বারভাঙা-জয়নগর প্যাসেঞ্জার স্পেশাল। এখানেই শেষ নয়, দানাপুর ডিভিশনে আরও ৬ টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে এই বিক্ষোভের জেরে।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বৃহস্পতিবার বিহারের বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে দেখা যায়। এই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়কেও। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, পাথর ছোড়া, গাড়ি এবং ট্রেন ভাঙচুর করার মতো ঘটনাও ঘটেছে। বিহারের নীতীশ কুমার সরকারের পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে বলেই খবর। আরা ও জেহানাবাদে লাঠি ও কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্রের ওই প্রকল্প অনুযায়ী, ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা ৬ মাসের প্রশিক্ষণের পর চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে মেয়াদের ৪ বছর পরে, সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। এঁদের অবসরের পরে থাকবে না কোনও পেনশন।