চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমস্ত দলকে পিছনে ফেলে সবার আগে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সমস্ত দলকে দুরমুশ করে সেমিফাইনালে পৌঁছেছে ভারত।
ফের একবার ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। যে দল জিতবে তার হাতেই উঠবে সেরার সেরা পুরস্কার। অর্থাৎ সেই দলই হবে চ্যাম্পিয়ন। যথারীতি ভারতকে নিয়ে আসায় বুক বেঁধেছেন ভারতীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ফের একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আসা দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।
গতকাল দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। অত্যন্ত শক্তিশালী এই দলকে হারাতে পারলেই ট্রফি হাতে আসবে ভারতের। তবে ট্রফি হাতে পাওয়ার আগেই একের পর এক বিশ্ব রেকর্ড করে চলেছে ভারত। এমন কিছু রেকর্ড গড়েছে তারা যা অন্য কোনও দলের কাছে নেই।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি নবম সংস্করণ। আর ৯টির মধ্যে পাঁচবারই ফাইনালে পৌঁছেছে ভারত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যারা তিনবার পৌঁছেছে। আর এবার ভারতের লক্ষ্য ফাইনাল ম্যাচ জিতে ট্রফি ঘরে নিয়ে আসা। আর যে কারণে আগামী ৯ই মার্চ দুবাইয়ের মাঠে নামবে ভারত।