ভারতবর্ষে এখন দু’রকমের বিনোদন চলছে। একটা সম্পূর্ণ রূপে আধ্যাত্মিক অর্থাৎ এখন মানুষের আকর্ষণ কুম্ভ মেলার প্রতি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করে একদিকে মানুষ পূণ্য অর্জনের জন্য ছুটে চলেছেন, অন্যদিকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেট খেলার প্রতি ভারতবর্ষের আবেগ কোন পর্যায়ে যেতে পারে তাই সবাই জানে।
কিছুদিন আগেই ক্রিকেটা ও কুম্ভকে মিলিয়ে দিয়েছিলেন এক সাংবাদিক নিজের প্রশ্ন দিয়ে। আসলে হয়েছে কি, চলতি বছর মহাকুম্ভের মেলায় ভাইরাল হওয়া এরোস্পেস ইঞ্জিনিয়ার অভয় সিং যিনি পরিচিত আইআইটিয়ান বাবা নামেও তিনি হঠাৎ করেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করে বসেন। আর এমন মন্তব্য করেন যাতে চটে লাল হয়ে যায় ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশকে পর্যদুস্ত করার পর গতকাল অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি ভারত মাঠে নেমেছিল
চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। বলাই বাহুল্য, ভারত-পাক ম্যাচ মানেই টানটান উত্তেজনা। সীমান্ত পাড়ের উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠেও। গতকাল কানায় কানায় লোক ভর্তি ছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
আর ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যখন উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী তখন অভয় সিং নামের ওই ভাইরাল বাবা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, বিরাট কোহলিরা এই বছর যতই চেষ্টা করুন না কেন, ম্যাচ জিতে বাজিমাত করবে পাকিস্তানই। আর তার এই কথাতেই চটে যায় ভারতীয় ভক্তরা। রীতিমতো ভাইরাল হয় তার ভিডিও।
হাসতে হাসতে ওই বাবা বলেছিলেন আমি বলে দিচ্ছি পাকিস্তানই জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও জিততে পারবে না। কিন্তু গতকাল মাঠে নামার পর ফল হয়েছে সম্পূর্ণ আলাদা। বিরাটের ভীষণ দাপটে গুটিয়ে গেছে পাকিস্তান। সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে পরপর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আয়োজক দেশ পাকিস্তান।
আর এই ঘটনার পরে ভোল বদলেছেন অভয় সিং। ভারত ম্যাচ জেতার পরেই কটাক্ষের মুখে পড়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আইআইটিয়ান বাবা, সেখানে তিনি লেখেন, ‘আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদ্যাপন করার জন্য অনুরোধ করছি। এখন তো পার্টি করার সময়। আমি মুখে পাকিস্তান জিতবে বললেও মনে মনে জানতাম যে, ভারত জিতবে।’ আর বাবার এই ভোল বদল দেখে হেসে কুটোপুটি খাচ্ছে ভারতীয় ক্রিকেট ভক্তরা।