ভয়াবহ সুনামিতে পরিবার হারানো মেয়েকে বাঁচিয়েছিলেন তিনি, আজ সেই মেয়ের বিয়ে দিলেন এই আইএএস অফিসার

By Bongnews24x7

Published On:

Follow Us

সোশ্যাল মিডিয়া যে শুধুমাত্র ভ্রান্ত খবর দেয় এমনটা কিন্তু একেবারেই নয়। ‌ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমরা এমন বহু খবর পাই যে খবরগুলো পেলে মন ভালো হয়ে যায় চোখে জল আসে আনন্দে। যে সমস্ত খবর আপনার আপনজনের না হয়েও আপনাকে যেন আপনজনের অনুভূতি দেয়।‌ অজান্তেই চোখে আসে জল। আর এমনই এক মন ভালো করা খবর এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।

কী সেই খবর? এই খবরের জন্য আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে বছর ২০ আগে।২০০৪ সালের ভয়াবহ সুনামির কথা আজ‌ও স্মৃতিতে টাটকা বহু মানুষের। বিশেষ করে যারা এই ভীষণ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। উপকূল তীরবর্তী মানুষদের কাছে আজও এই ঘটনার স্মৃতি জীবন্ত।তামিলনাডুর একটি এলাকাতেই প্রায় ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল সুনামি।

সেই মহাপ্রলয়ের সময় ডাঃ জে রাধাকৃষ্ণন একজন আইএএস অফিসার ডিস্ট্রিক্ট কালেক্টটর পদে ছিলেন। তিনি তামিলনাডুর কিছানকুপ্পামে এক ছোট্ট মেয়েকে খুঁজে পান। সুনামিতে সব হারিয়ে অসহায় হয়ে পড়েছিল মিনা। কাঁদছিল। তাঁকে উদ্ধার করেন ওই আইপিএস অফিসার।‌ স্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি মিনাকে সরকারি হোমে রাখার ব্যবস্থা করেন। মিনাকে শুধু হোমে রেখে দিয়েই চলে আসেননি তারা।‌নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।‌

পরবর্তীতে মিনা পড়াশুনা করেন, নার্সিং ট্রেনিং নেন।‌ অতঃপর তার বিয়ে। ‌ মিনা বিয়ের সিদ্ধান্ত নিলে সেই বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাধাকৃষ্ণনই। দাঁড়িয়ে থেকে মিনার বিয়ে দেন। ‌ ওই ভয়াবহ সুনামিতে যে প্রাণকে তিনি বাঁচিয়েছিলেন তার নতুন জীবনে পা রাখার সময়ও তিনি পাশে রইলেন। তাদের দুজনের এই বন্ধন অটুট। এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now