সোশ্যাল মিডিয়ার (Social media) সৌজন্যে এখন খবরের সীমানা পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন জায়গার খবর আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আর যার জন্য আমরা জানতে পারি কত ধরনের খবরের কথা। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তেমনি একটি ঘটনা যা শুনলে আপনার ভালো লাগবে, হাসিও পাবে আবার খারাপও লাগবে।
বউ থাকা সত্ত্বেও কুড়ি বছরের ছোট এক তরুণীর প্রেমে পড়েছিলেন হায়দরাবাদের সরকারি কর্তা জানকিরাম। নিজের বাড়িতেই প্রেমিকাকে ডেকে একান্তে সময় কাটাচ্ছিলেন একটু তিনি। কিন্তু সেখানেই হামলা করল স্ত্রী, এবং পরিবারের সদস্যরা। চলল বেদম প্রহার। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ওয়ারাসিগুডা এলাকায়।
যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু যে সে ব্যক্তি নন, গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর যুগ্ম কমিশনার তিনি। প্রেমিকার সঙ্গে একান্তে প্রেম আলাপ করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়ে ওই সরকারি অফিসারের মার খাওয়ার ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, সবার প্রথমে এই খবরটি ভাইরাল করে বিগ টিভি নামও এক স্থানীয় সংবাদ মাধ্যম।
Extra-Marital Affair Kalesh (GHMC joint commissioner caught having an extra martial affair)
pic.twitter.com/vvcqWi0KZ5— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 21, 2025
এই বিষয়ে জানা গেছে, যেদিন এই ঘটনা ঘটে সেদিন জানকিরামের বাড়িতে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই প্রেমিকাকে ডাকেন তিনি। প্রেমিকার সঙ্গে একটু একান্তে সময় কাটাচ্ছিলেন। আর সেই সময়ই উপস্থিত হন জানকিরামের স্ত্রী কল্যাণী এবং পরিবারের বাকি সদস্যেরা।
পরিবারের সদস্যদের দেখে প্রেমিকাকে শৌচালয়ে লুকিয়ে রাখেন ওই সরকারি কর্তা। কিন্তু লাভ হয়নি। ধরা পড়ে যান ওই প্রেমিকা। হাতেনাতে ধরা পড়েন জানকিরাম। এর পরেই দুজনকে বেদম পেটান কল্যাণী এবং পরিবারের সদস্যেরা। এই ঘটনাটির ভিডিও করেন কেউ। আর সেটাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।