কুম্ভের ভিড়ে এক হাতে আয়না অন্য হাতে মেকআপ বক্স ধরে স্ত্রীর সাজার ইচ্ছে পূরণ করলেন স্বামী! প্রেমকে কুর্নিশ নেটিজেনদের

By bongnews24x7

Published On:

Follow Us

কুম্ভের ভিড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখলে না হেসে পারা যায় না। আবার মাথায় আসতে পারে এমন ধরনের ঘটনা ঘটানোর আগে মানুষজনের কি কিছু মনে হয় না? কোন‌ও অস্বস্তি কাজ করে না? তবে হয়ত কিছু কিছু মানুষের সত্যিই কিছু মনে হয় না! আর সেই কারণেই তো এত এত হাসির খোরাক দেওয়ার মতো ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে কুম্ভ মেলা থেকে। কুম্ভ মেলার নিদারুণ ভিড়ের কথা প্রায় এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষেরই জানা। আর সেই ভিড়ে দাঁড়িয়ে একজন পুরুষ তার সঙ্গিনীর সাজসজ্জার ইচ্ছে পূরণ করলেন। যে কুম্ভের মেলায় সবাই নিজের প্রাণ হাতে করে যাচ্ছে, কখন, কোথায় কি দুর্ঘটনা‌ ঘটে যাবে তা আগে থেকে অনুমান করা যাচ্ছে না সেই মেলাতেই এমন ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা।

ভিডিওতে দেখা গেছে, একজন পুরুষ এক হাতে একটি ছোট্ট আয়না ও অন্য হাতে মেকাপের সরঞ্জামের বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর স্ত্রী মন দিয়ে চোখে আইলাইনার, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন। কুম্ভের মেলায় যেখানে মানুষ নিজেদের পুন্য অর্জনের জন্য স্নান করতে গেছেন সেখানে সাজসজ্জার এমন তাগিদ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

একইসঙ্গে ওই বিশেষ পুরুষকে বাহবাও দিচ্ছেন। ওই মহিলা কপাল করে স্বামী পেয়েছেন, আয়না না ধরলে বাড়িতে গিয়ে কি হত তা ওই পুরুষ ভালো করেই জানেন, আবার কেউ কেউ তরুণের ধৈর্য্যের প্রশংসা করেছেন! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ভিডিও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now