গত বছরটা ভারতবর্ষের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) খুব একটা ভালো কাটেনি। বারবার বিভিন্ন কারণেই ধাক্কা খেয়েছে জীবনের গতিপথ। ব্যক্তিগত কারণ থেকে শুরু করে খেলার মাঠ সর্বত্রই বিতর্ক ছুঁয়েছে তাকে।
রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে ভক্ত দর্শকদের কাছে চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই অন্যতম স্তম্ভ। শুধু কি তাই? হঠাৎ করেই চর্চায় উঠে আসে তার দাম্পত্য জীবন। সম্পর্ক ভাঙবে ভাঙবে এই রকম চর্চা হতে হতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে যাওয়ার পর নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দাম্পত্য জীবন ভাঙেন হার্দিক।
তবে নাতাশা এবং হার্দিকের জীবনে রয়েছেন এক খুদে সদস্য। অগ্যস্ত। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে ছেলের সঙ্গে অনুশীলনে মাতালেন বাবা হার্দিক। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন হার্দিক।যেখানে দেখা যাচ্ছে তার এক হাতে রয়েছে ডাম্বেল। আর পেটের উপর বসে রয়েছে ছোট্ট অগস্ত্য। ছেলেকে পেটের উপর বসিয়েই ডাম্বেল তুলছেন হার্দিক। বাবার পেটের উপর বসে দারুণ মজা পেয়েছে ছোট্ট অগ্যস্ত।
বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছে থাকলেও বাবার কাছে অবারিত দ্বার অগ্যস্তর। আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। সামনে এবার নিউজিল্যান্ড। যদিও এই প্রতিপক্ষকে আগেই একবার হারিয়েছে ভারত কিন্তু প্রতিপক্ষ যে দারুণ শক্তিশালী। আর তাই আপাতত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে আনতে চায় টিম ইন্ডিয়া।