শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কখন থেকে শুরু কৌশিকী অমাবস্যার তিথি? তারাপীঠে থাকছে কী কী ব্যবস্থা?

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০২:০০ পিএম | আপডেট: আগস্ট ২৫, ২০২২, ০৮:০০ পিএম

কখন থেকে শুরু কৌশিকী অমাবস্যার তিথি? তারাপীঠে থাকছে কী কী ব্যবস্থা?
কখন থেকে শুরু কৌশিকী অমাবস্যার তিথি? তারাপীঠে থাকছে কী কী ব্যবস্থা?

রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে, তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়। কথিত রয়েছে, কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। এই বিশেষ দিনেই তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়।

ভক্তদের মনে স্থির বিশ্বাস, এই তিথিতে ভক্তিভরে পুজো দিলে ভক্তকে দেখা দেন মা তারা। তাই আজও এই বিশেষ দিনটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠে ছুটে আসেন পুণ্যার্থীরা৷ তারাপীঠে প্রতিবছরই কৌশিকী অমাবস্যা উপলক্ষে পাঁচ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়ে থাকে। যদিও করোনা আবহে বিগত দু‍‍`বছর ভক্তদের অবাধ প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আগের মতই ভিড় হবে বলে মনে করছে প্রশাসন।

এই বছর কৌশিকী অমাবস্যা পড়ছে ২৬  অগাস্ট অর্থাৎ আগামীকাল, শুক্রবার দুপুর ১২ টা ০২ মিনিটে। অমাবস্যা থাকবে শনিবার দুপুর দেড়টা পর্যন্ত। এদিন পুণ্যার্থীদের সুবিধার জন্য সারারাত তারাপীঠ মন্দির খোলা রাখা হবে। এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আগত ভক্তদের নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন৷ সেই কারণে কৌশিকী অমাবস্যার আগের দিন অর্থাৎ আজ, ২৫ আগস্ট থেকে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত তারাপীঠ থাকছে প্রশাসনের নিয়ন্ত্রণে।

জানা গিয়েছে, অতিরিক্ত নজরদারির জন্য গোটা তারাপীঠ এলাকায় মোট ১৩১টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। পাশাপাশি তারাপীঠের মধ্যে চলবে পাঁচটি ড্রোন ক্যামেরা। পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে তারা মা‍‍`কে দর্শন করার পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাইরে থেকে পুজো বা সন্ধ্যারতি ও অঞ্জলি দেখতে পারবেন। এর জন্য তারাপীঠের বিভিন্ন জায়গায় ১২ ফুট বাই ১২ ফুটের বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রীন লাগানো হয়েছে।

এছাড়াও মোতায়েন করা থাকবে বিশাল পুলিশ বাহিনী, মোট পাঁচটি ক্যাম্প করা হবে শুধুমাত্র যারা বিনা মাস্কে আসবেন তাঁদের মাস্ক বিতরণ করার জন্য। এ ছাড়াও থাকবে দমকল বাহিনী, জরুরী বিভাগে ডাক্তারি পরিষেবা সবকিছুই। তারাপীঠের পাশেই দ্বারকা নদীতে স্নান করতে গিয়ে কোনও দর্শনার্থী যাতে অসুবিধায় না পড়েন সেই জন্য থাকবে ডুবুরি। এছাড়াও সাধারণ দর্শনার্থীদের জন্য দু‍‍`লক্ষর কাছাকাছি প্যাকেট জলের ব্যবস্থা থাকবে। তবে আগত পূর্ণ্যার্থীরা এখানে এসে প্লাস্টিকের ব্যবহার করতে পারবেন না।