কিছু ঘটনা আপনার মনকে নাড়া দিয়ে যায়। সেই সমস্ত ঘটনা শুনলে মন যেন মুচড়ে ওঠে। সেই রকমই মন খারাপের একটি ঘটনা ঘটেছে সুন্দরবনের গোসাবায়। যেখানে চোখের নিমেষে আনন্দ বদলে গেছে এক মর্মান্তিক ঘটনায়। শীতের এই সময় গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বসে। আর সেই সমস্ত মেলায় ক্ষণিকের আনন্দের জন্য মিলিত হন সাধারণ মানুষ।
আর সেই রকমই এক মেলায় ঘটে গেছে এক বেদনাদায়ক ঘটনা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতে। সেখানেই আয়োজিত হয়েছিল ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার। সেই মেলাতেই চলতি সপ্তাহের সোমবার উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে দেখার জন্য ভিড়ও হয়েছিল ভালোই।
মেলা মানেই সেখানে বিভিন্ন রকমের দোকান, একইসঙ্গে নাগরদোলা অর্থাৎ সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার সমস্ত রকম পসরাই বসে। আর সেই মতোই মেলায় বন্ধুরা মিলে গিয়েছিল সায়ন্তনী, মানসী, টুম্পা মণ্ডলরা। চেপে ছিল নাগরদোলায়। কিন্তু হঠাৎই বিপদ নেমে আসে। নাগরদোলা চলতে শুরু করলে আচমকাই নাগারদোলা থেকে ছিটকে পড়ে যায় তারা। এই ঘটনায় গুরুতর চোট পায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তনী। তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিভিন্ন সময় বিভিন্ন মেলায় বারবার ঘটেছে এই ধরনের দুর্ঘটনা। ঠিকভাবে যন্ত্রাংশের মেরামতি হয় না। বারবার সতর্ক করার সত্ত্বেও একের পর এক ঘটে চলেছে এইরকম দুর্ঘটনা। সাময়িক আনন্দ নিতে গিয়ে যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জানা গেছে, ওই দিন বিদ্যুৎ চালিত ওই নাগরদোলা জোরে ঘুরছিল। এরপর হঠাৎই হয় বিকট শব্দ, তার পরই গেলো গেলো রব ওঠে। ছাত্রীরা পড়ে যেতেই নাগরদোলায় বসে থাকা বাকি মানুষেরা নাগরদোলা থামিয়ে তাদের নামানোর আর্তি জানাতে থাকেন।