মহাকুম্ভে অক্ষয় অক্ষয় কুমার, শুভ্র বেশে করলেন শাহী স্নান

By Bongnews24x7

Published On:

Follow Us

আর ঠিক দুদিন পরেই শেষ হয়ে যাবে প্রয়াগরাজের মহাকুম্ভের মেলা। গত মাসের ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেলা। শেষ হবে চলতি মাসের ২৬ শে ফেব্রুয়ারি। অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে চলছে এই মেলা। ইতিমধ্যেই ৬০ কোটিরও বেশি মানুষ পা রেখেছেন মহাকুম্ভে।

বর্তমান সময়ে প্রয়াগরাজে মারাত্মক রকমের ভিড় হচ্ছে। কারণ আর ঠিক দুদিন পরেই শেষ হয়ে যাবে মহাকুম্ভের মেলা। আর ২ দিন পরেই শেষ হয়ে যাবে ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ যোগ। আর তাই পুণ্য অর্জনের লক্ষ্যে কাতারে কাতারে মানুষ ছুটে চলেছেন প্রয়াগরাজে। লক্ষ্য ত্রিবেণী সঙ্গমে স্নান করে পাপ ধুয়ে পুণ্য অর্জনের।

তবে চলতি বছরে এক বিশেষ ধারা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও সমানতালে হাজির হয়েছিলেন মহাকুম্ভে। এমনকি কিছু তারকা তো কুম্ভ স্নানকে বেছে নিয়েছিলেন নিজেদের সিনেমা প্রচারের মাধ্যমে হিসেবেও। সম্প্রতি মহাকুম্ভে পৌঁছেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।‌

আর সেখানে গিয়েই কিছু বিতর্কিত মন্তব্য করে বসেছেন অক্ষয় কুমার। আর যা নিয়ে এখন জলঘোলা চলছে। বর্তমানে সময় দাঁড়িয়ে অক্ষয় কুমারের সিনেমার কপাল একেবারেই ভালো চলছে না। ‌ তবে কিছুদিন আগে মুক্তি পাওয়া তার সিনেমা ফাইটার মোটামুটি ভালোই বাজার করেছে। আর এবার নিজের কপাল ফেরাতে তিনিও গিয়েছিলেন কুম্ভ স্নানে।

তা সেখানে গিয়ে তিনি কি বলেছেন? অভিনেতা বলেছেন আগে মহাকুম্ভে সাধারন মানুষ পুঁটলি নিয়ে আসতেন আর এখন তো সেলিব্রিটিরাও আসছেন। বিজেপি সরকারের প্রশংসা করে তিনি বলেন, মহাকুম্ভে আম্বানি, আদানি, বড় বড় তারকাও এসেছেন এই বছরে। একেই বলে মহাকুম্ভ। যোগিজি দেখিয়ে দিয়েছেন, কাকে মহাকুম্ভ বলে।

আর অক্ষয় কুমারের মুখে এই পুঁটলি শব্দ নিয়ে এবার শুরু হয়েছে চর্চা।‌ আম আদমির ধারণা পুঁটলি বলতে তিনি গরিব মানুষদের বুঝিয়েছেন, যারা আগে ঝোলা বেঁধে মহাকুম্ভে আসতেন। ‌আর তার এই কথার জন্য তাকে রীতিমতো কটাক্ষ করেছেন দর্শকরা।‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now