শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দুর্গাপুজোর ৯ দিন ভুলেও এই কাজগুলি করবেন না! হতে পারে অমঙ্গল

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:৩০ এএম | আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৭:৩০ এএম

দুর্গাপুজোর ৯ দিন ভুলেও এই কাজগুলি করবেন না! হতে পারে অমঙ্গল
দুর্গাপুজোর ৯ দিন ভুলেও এই কাজগুলি করবেন না! হতে পারে অমঙ্গল

আর মাত্র ক‍‍`টা দিন। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গা পুজো। দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসারে হিমালয়ের কন্যা পার্বতী বছরে এই চার দিনের জন্য বাপের বাড়ি আসেন। সঙ্গে থাকেন চার পুত্র কন্যা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। দেবী দুর্গা এই সময় যেন হয়ে ওঠেন বাঙালির ঘরের মেয়ে। 

দেবীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সেজে ওঠেছে চতুর্দিক। আশ্বিন মাসে প্রায় নয় দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যা নবরাত্রি হিসেবে পরিচিত। এবছর ২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন), সোমবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। এবং ৫ অক্টোবর (১৮ আশ্বিন), বুধবার নবরাত্রি এর শেষ দিন।

যদিও বাঙালিদের, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। তবে মহালয়া থেকেই শুরুর হয়ে যায় পুজোর আমেজ। খুশিতে মেতে ওঠে আপামর বাঙালি। আজ তৃতীয়া, ইতিমধ্যেই পুজোর ‍‍`কাউন্টডাউন‍‍` শুরু হয়ে গিয়েছে। আজ তবে জেনে নিন দুর্গাপুজোর ৯ দিন অর্থাৎ নবরাত্রিতে কী কী করা উচিত নয়… 

১) নবরাত্রি চলাকালীন চুল ও নখ ভুলেও কাটবেন না। 

২) এছাড়া যারা নবরাত্রির ব্রত পালন করেন তাঁরা খাট বা বিছানায় ঘুমাবেন না। 

৩) নবরাত্রির এই নয় দিন কারোর সাথে ঝগড়া বা খারাপ ব্যবহার কোরা থেকে বিরত থাকুন। 

৪)  অন্যদিকে নবরাত্রি চলাকালীন চামড়ার জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

৫) এছাড়া নবরাত্রির ব্রত রাখলে পেঁয়াজ, রসুন, মাংস, মদ, ডিম ইত্যাদি খাওয়া থেকে দূরে থাকুন।