বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

স্কুলে যাওয়া শুরু একরত্তি ইউভানের! আবেগপ্রবণ শুভশ্রীর প্রতিক্রিয়া, ‘বিশ্বাসই হচ্ছে না’!

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৭:৫২ পিএম | আপডেট: এপ্রিল ১৩, ২০২২, ০১:৫৮ এএম

স্কুলে যাওয়া শুরু একরত্তি ইউভানের! আবেগপ্রবণ শুভশ্রীর প্রতিক্রিয়া, ‘বিশ্বাসই হচ্ছে না’!
স্কুলে যাওয়া শুরু একরত্তি ইউভানের! আবেগপ্রবণ শুভশ্রীর প্রতিক্রিয়া, ‘বিশ্বাসই হচ্ছে না’!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বয়স বেশি নয়, তবে, এর মধ্যেই সে ভালোই জনপ্রিয়। হবে নাই বা কেন! টলিপাড়ার অন্যতম জনপ্রিয় পরিচালক এবং জনপ্রিয় অভিনেত্রীর সন্তান বলে কথা। কাজেই টলিপাড়ার স্টার কিডদের মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান চক্রবর্তী। 

ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই মা শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ছেলের ছবি। এরপর থেকে বিভিন্ন সময়ে ছেলের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী। নেটিজেনরাও ইউভানের দুষ্টুমির নানা মুহূর্ত, তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানের সংখ্যা নেহাত কম কিছু নয়। এবার মাত্র দেড় বছর বয়সেই স্কুলমুখী হল ছোট্ট ইউভান। 

প্রথমদিন মায়ের সঙ্গেই স্কুলে যায় ইউভান। সেখানে গিয়ে নাকি অবশ্য দিব্যি মাকে ভুলে গিয়েছিল রাজপুত্র, বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হয়ে যায়। স্কুলে প্রথমদিন হাসিমুখেই স্কুলে গেছে ইউভান। নো কান্নাকাটি। স্কুলে গিয়ে খেলাধূলাও করেছে। এমনকি স্কুল থেকে নাকি বাড়িই ফিরতে চাইছিল না একরত্তি ইউভান। এদিন ছোট্ট ইউভানের পরনে ছিল জিন্সের হাফপ্যান্ট, হালকা রঙের টিশার্ট আর পিঠে নীল-গোলাপি ব্যাগ। 

মঙ্গলবার নিজের ইন্সটা পেজে ইউভানের একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। পিছন দিক থেকে ফেরা ছবিতে দেখা যাচ্ছে, তার কাঁধে স্কুল ব্যাগ। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না এটা ঘটেছে।’ শুভশ্রীর এই পোস্টে অনেকই কমেন্ট করে ইউভানকে শুভেচ্ছা জানিয়েছেন অনুগামী থেকে শুরু করে তারকারা। যেমন- ইমন চক্রবর্তী মজা করে লিখেছেন, ‘কী কত্তো করে পড়াশোনা করতে হয় গো…।’ 

এছাড়াও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, দর্শনা বণিক- সহ অনেকেই। উল্লেখ্য, চলতি বছরে সরস্বতী পুজোর দিন হাতেখড়ি হয় তারকা দম্পতির ছেলের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী।