বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলার সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক। বাংলা তাঁর জন্মভূমি। মুম্বইয়ে থাকলেও, মায়া নগরীর চাকচিক্য তাঁকে বাংলা ও বাঙালিয়ানা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। বাংলার প্রতি ভারতের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর সেই টানকে অনুভব করেই গঙ্গায় অস্থি বিসর্জন করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। সম্প্রতি মুম্বইয়ে লাহিড়ী ভবনে সম্পন্ন হয়েছে বাপ্পি লাহিড়ীর শ্রাদ্ধানুষ্ঠান। এবার তাঁর অস্থি বিসর্জন করতে সপরিবারে কলকাতায় আসছেন প্রয়াত শিল্পীর ছেলে বাপ্পা লাহিড়ী।
সূত্রের খবর, গঙ্গার আউটরাম ঘাটেই বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন করা হবে। জানা গিয়েছে, এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে লাহিড়ী পরিবারকে। যাতে কোনরকম অসুবিধায় পড়তে না হয়, তার জন্য রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও খবর। উল্লেখ্য, প্রয়াত বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ীর অস্থিও বিসর্জন করা হয়েছিল এই গঙ্গার ঘাটেই। তাই সেই রীতি মেনেই এবার বাপ্পি লাহিড়ীর অস্থিও গঙ্গায় বিসর্জিত হবে।
১৫ ফেব্রুয়ারি রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো কিং’য়ের আচমকা প্রয়াণে ভেঙে পড়েছিলেন তাঁর পরিবার, ভক্ত ও সহকর্মীরা। বাংলাকে কতোটা মিস করতেন সকলের প্রিয় বাপ্পিদা? তাঁর প্রয়াণের পর স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর তুতোদাদা ভবতোষ লাহিড়ী জানিয়েছেন যে, ‘বাপ্পি ছিলেন মাছ-পাগল মানুষ। মুম্বইতে ভাল মাছ পাওয়া যেত না বলে দুঃখ করতেন। যখনই উত্তরবঙ্গে কোথাও অনুষ্ঠান করতে এসেছেন, কোনওদিন হোটেলে রাত কাটাতেন না। আর এলেই বিভিন্ন মাছের হরেক পদ খাওয়ার আবদার রাখতেন। ইলিশ-চিতল, কাতলা ছিল বরাবরের প্রিয়। গানের আড্ডা দিতেন চুটিয়ে।’ মৃত্যুর আগে পর্যন্ত ছিলেন আদ্যন্ত বাঙালি। তাই এবার তাঁর অস্থিও বিসর্জিত হবে কলকাতাতেই, গঙ্গার বুকে।
আপনার মতামত লিখুন :