টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন চন্দন সেন। টেলিভিশনের ছোট পর্দা, বড় পর্দা থেকে শুরু করে নাটকের মঞ্চ সকল ক্ষেত্রেই তাঁর অনবদ্ধ অভিনয় সকলের মন ছুয়ে যায়। আর এই অনন্য অভিনয় দিয়েই তিনি বিশ্বের মাটিতে বাঙালির মুখ উজ্জ্বল করলে। তিনি ই সাফল্য গোটা বাঙালি জাতির খুব উজ্জ্বল করেছে। সম্প্রতি রাশিয়ায় প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা পুরুষ।
অভিনেতার পুরস্কারে সম্মানিত হন টলিউডের জনপ্রিয় অভিনেতা চন্দন সেন। তাঁর অনবদ্ধ অভিনয় শুধু দেশের মানুষের মনে নয় এবার বিদেশের মানুষের মনেও জায়গা করে নিয়েছে। আর তাঁর এই সাফল্যে আনন্দিত গোটা বাঙালি জাতি।
উল্লেখ্য ২০২১ সালে মুক্তি পেয়েছিল অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত `দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান` (মানিকবাবুর মেঘ)। এই ছবি তে মূলত এই সিনেমার গল্প হচ্ছে এক ব্যক্তির সঙ্গে মেঘের সম্পর্ককে কেন্দ্র করে। আর এই সিনেমা তে অভিনয় করেই বিদেশে সেরার শিরোপা পেলেন চন্দন সেন।
অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের `দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান` সিনেমাটিতে চন্দন সেন এর পাশাপাশি ছিলেন ব্রাত্য বসু ও দেবেশ চৌধুরিও। আর বিশ্ব দরবারে এরূপ মর্যাদা পাওয়ার পর অভিনেতা চন্দন সেন কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জয়জিৎ তাঁর পোস্টে চন্দন সেন কে তাদের প্রিয় অভিনেতা বলেও উল্লেখ করেছে।
উল্লেখ্য ২০১০ সালে ফলিকিউলার লিম্ফোমা রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা চন্দন সেন। দীর্ঘদিন তাঁকে কেমো নিতে হয়েছিল। তবে এই মারণ রোগও তাঁকে হারাতে পারেনি। কেমোর যন্ত্রনা কে সহ্য করে ক্যান্সার কে হারিয়ে ফের অভিনয়ে ফিরে এসেছেন তিনি।
আপনার মতামত লিখুন :