বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

‍‍`বিসমিল্লা‍‍`-তে গান গেয়েছেন অরিজিৎ-এর বোন অমৃতা! তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ সকলেই

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৯:০১ পিএম | আপডেট: আগস্ট ২৩, ২০২২, ০৩:০১ এএম

‍‍`বিসমিল্লা‍‍`-তে গান গেয়েছেন অরিজিৎ-এর বোন অমৃতা! তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ সকলেই
‍‍`বিসমিল্লা‍‍`-তে গান গেয়েছেন অরিজিৎ-এর বোন অমৃতা! তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ সকলেই

র্তমানে টলিউড ও বলিউড জগতের অন্যতম ‍‍`মেলোডি কিং‍‍` তিনি। সঙ্গীত জগতে তাঁর জনপ্রিয়তা আজ আকাশছোঁয়া। আদতে তিনি এক বঙ্গসন্তান। বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর তাঁর গানেই এখন মোহিত আসমুদ্রহিমাচল। তিনি আর কেউ নন, ভারতীয় সঙ্গীতাকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, অরিজিৎ সিং। বাংলার সেই ছোট শহর থেকে বেরিয়ে টলিউড তথা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুব একটা সহজ ছিল না যদিও। বহু বাধা-বিপত্তি কাটিয়েই আজ আরব সাগর পাড়ে নিজের আসন পাকা করে নিয়েছেন গায়ক। তবে তাঁর পা এখনও রয়েছে মাটিতেই।

তবে অরিজিৎ-এর থেকে কিন্তু কোনও অংশে কম নন তাঁর বোন অমৃতা সিং মজুমদার। তাঁর ঝুলিতেও রয়েছে একাধিক প্লেব্যাক গান। বাংলা থেকে বলিউড, দাদার মতো অমৃতারও সবক্ষেত্রে অবাধ বিচরণ! অরিজিৎ-এর মতোই সুকন্ঠী অমৃতা। সঙ্গীত পরিচালক অরিন্দমের হাত ধরে বাংলা প্লে-ব্যাকের দুনিয়ায় বছর চারেক আগেই পা রেখেছিলেন অমৃতা। ‘জেনারেশন আমি’ ছবিতে গান গেয়েছিলেন। 

দাদা অরিজিতের সঙ্গে ‘পাগলায়েট’-এর মতো বলিউড ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অমৃতার নতুন গান। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে সুরেই তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‍‍`বিসমিল্লা‍‍`। ছবিতে সুর দিয়েছেন খোদ ইন্দ্রদীপ। কথা দিয়েছেন শ্রীজাত এবং ঋতম সেন। অমৃতার গলায় ছবির ‘তোমাকে দেখেনি’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে। এছাড়াও এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, অদিতি মুন্সী, সৌম্যদীর মুর্শিদাবাদি, রূপঙ্কর বাগচী, শোভন মজুমদার, দেবশ্রী মুখোপাধ্যায়, অমৃতা সিং এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়। 

গত রবিবার সারেগামাপা-র মঞ্চে হাজির হয়েছিলেন অরিজিতের বোন। সঙ্গে বিসমিল্লাহ পরিবারের সদস্যরা। নীল রঙা শাড়িতে ঝলমল করলেন অমৃতা। মঞ্চে গানও গাইলেন। অমৃতার মন ছোঁয়া কন্ঠে বুঁদ সব্বাই।

অমৃতাকে সকলে আদর করে ডাকে সোনামণি বলে। এদিন সোনামণি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেই ফেললেন, ‘ওদের পরিবারের উপর ভগবানের একটা আর্শীবাদ আছে। দাদা আর বোন যখনই গাইবে, লোকে শুনবে, দাদা অরিজিৎ সিং আর বোন অমৃতা সিংকে’।