শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অসুস্থ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! ভরতি হাসপাতালে

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ১২:২৫ পিএম | আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ০৬:৩৫ পিএম

অসুস্থ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! ভরতি হাসপাতালে
অসুস্থ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! ভরতি হাসপাতালে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অসুস্থ সত্যজিৎ রায়ের চারুলতা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন। জানা গিয়েছে, হঠাৎ করেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে য়ায়। এর সঙ্গে অভিনেত্রীর রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। 

জানা গিয়েছে, চিকিৎসকেরা ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে অভিনেত্রীর শ্বাসকষ্ট রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুতর কোনও ব্যাপার নয়। রুটিন পরীক্ষানিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। 

উল্লেখ্য, বহুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আজ সকালেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন তাঁর আর কোনও সমস্যা রয়েছে কিনা। চিকিৎসকদের কড়া নজরদারির মধ্যে রয়েছেন অভিনেত্রী। 

মাধবী মুখোপাধ্যায়ের চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। এরপর বাংলা চলচ্চিত্র জগতের একের পর এক প্রখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছেন ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায় প্রমুখ। অভিনয়ে আসার আগে তাঁর নাম ছিল মাধুরী। ১৯৬০ সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ চলচ্চিত্রে অভিনয়ের সময় প্রযোজক তাঁর নাম বদলে রাখেন মাধবী।

সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন টলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘কাপুরুষ’ ছবিতে তাঁর অভিনয় গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমী মানুষের প্রশংসা কুড়িয়েছে। শুধু চলচ্চিত্রে অভিনয়ই নয়, চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চেও অভিনয় করেছেন। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমি মাধবী’। সেই বইয়ের পরতে পরতে উঠে আসে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রীর জীবনের নানা জানা-অজানা কথা।